মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বেলারুশ-পোল্যান্ড সীমান্তে অভিবাসী সংকটের জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশন রাশিয়া-১ কে এ কথা বলেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া বেলারুশের অন্যতম প্রধান মিত্র দেশ। বেলারুশের প্রতি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অভিযোগ— দেশটি হাজারও অভিবাসীকে পোল্যান্ডে অবৈধভাবে পাড়ি দেওয়ার চেষ্টা করতে উসকানি দিয়ে আসছে। একে ‘হাইব্রিড হামলা’ হিসেবে দেখছে ইইউ। এ জন্য বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে। এমতাবস্থায় পুতিন আশা প্রকাশ করে বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও জার্মানির চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মেরকেল এই ইস্যুতে দ্রুত কথা বলে অভিবাসীদের জার্মানিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। পুতিন আরও বলেন, ভুলে গেলে চলবে না যে, অভিবাসীদের নিয়ে এ সংকটের উৎপত্তি কোত্থেকে। এ সংকটগুলোর জন্য কি বেলারুশই দায়ী? না, এসব সমস্যা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো নিজেরাই সৃষ্টি করেছে। ইরাক ও আফগানিস্তানের সংঘাতের কথা উল্লেখ করে পুতিন বলেন, এটি সামরিক উপায়েই মোকাবিলা করতে হবে। কারণ বেলারুশ সীমান্তে থাকা অভিবাসীদের মধ্যে ইরাকি কুর্দি ও আফগানরাও রয়েছেন। তারা আফগানিস্তানে গত ২০ বছর যুদ্ধ করেছে। ‘এতে বেলারুশের কিছুই করার নেই। অভিবাসনপ্রত্যাশীরা বেলারুশ হয়ে (পোল্যান্ড সীমান্তে) এসেছে বলে আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ বেলারুশে এসব দেশ থেকে আগতদের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে। অভিবাসন সংকট সমাধানে পুতিনের পরামর্শ হচ্ছে— ইউরোপের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে বেলারুশ সরকারের সরাসরি কথোপকথন পোল্যান্ড-বেলারুশ সীমান্তের অভিবাসী সংকটের সমাধান এনে দেবে বলে আমার বিশ্বাস। ডেইলি সাবাহ, আনাদোলু এ খবর জানিয়েছে। এদিকে, পোল্যান্ড ও বেলারুশের রাজনৈতিক সংকটের কারণে প্রচণ্ড শীতে সীমান্তে প্রাণ হারাচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের নিয়ে ক্রমবর্ধমান অচলাবস্থার মধ্যে পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এ নিয়ে অন্তত ৯ জনের মৃত্যু ঘটল। খবর আরব নিউজের। পোলিশ পুলিশ শনিবার জানিয়েছে, বেলারুশ সীমান্তের কাছে একটি জঙ্গলে সিরিয়ার এক যুবকের মরদেহ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়নের পূর্ব সীমান্তে রাজনৈতিক অচলাবস্থার সবশেষ শিকার তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এই মরদেহ একদিন আগে ওলকা তেরেচওস্কা গ্রামের কাছে পাওয়া গিয়েছিল। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার বেলারুশ-ইইউ সীমান্তে ১৪ বছর বয়সি একটি কুর্দি বালক হাইপোথার্মিয়ায় মারা যায়। এই দুই মৃত্যুর ফলে পোলিশ সীমান্তে আটকা পড়ে অভিবাসীদের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল অন্তত ৯ জনে। ইইউ কর্তৃপক্ষের অভিযোগ বেলারুশ সরকারই কয়েক মাস ধরে ইইউভুক্ত রাষ্ট্র পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সীমান্তে অভিবাসীদের ঠেলে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, অভিবাসনপ্রত্যাশীদের বেলারুশে আসতে উৎসাহ জুগিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। কারণ বেলারুশের মানবাধিকার পরিস্থিতি খারাপ হওয়ায় সে দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইইউ। সে জন্য লুকাশেঙ্কো অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে পাঠাতে চাইছেন বলে অভিযোগ ইইউর। ডেইলি সাবাহ, আনাদোলু, আরব নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।