Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিবিয়া উপকূলে পাঁচশ’ অভিবাসী উদ্ধার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৫ জানুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

ইউরোপে প্রবেশের উদ্দেশ্যে ভূ-মধ্যসাগর পাড়ি দেয়ার সময় লিবিয়া উপকূল থেকে গত তিনদিনে প্রায় পাঁচশ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের সময় প্রাণ হারিয়েছেন দুই অভিবাসী। লিবিয়া উপকূলে কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে জানান, এই অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৭৩ জন আফ্রিকান। চারটি ভিন্ন অভিযানে তাদের উদ্ধার করা হয়েছে। গত রোববার ভাসমান একটি নৌকায় দুইজনের লাশ পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় ১৪০ জনকে উদ্ধার করা হয়। লিবিয়ার নৌবাহিনীর অনুরোধে দুটি মার্চেন্ট জাহাজ এই উদ্ধার অভিযানে অংশ নেয়। প্রথম দফায় উদ্ধার হওয়া ১৪০ জনের মধ্যে ২৫ জন নারী এবং দুজন শিশু। ইতালির সরকার জানিয়েছে, তারা লিবীয় কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে, যাতে উদ্ধার অভিযানে কোনো সহায়তা লাগলে তারা সাহায্য করতে পারে। রোমে মন্ত্রীদের কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, সমুদ্র কিছুদিন অশান্ত থাকার পর গত তিন-চারদিন বেশ শান্ত ছিল। আর সেই সুযোগটি নিয়েছে এই অভিবাসন প্রত্যাশীরা। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে ডুবে অন্তত ১৭০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। ডয়েচে ভেলে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিবিয়া উপকূলে অভিবাসী উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ