Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে অভিবাসী পাচারচক্রের ১৫ সন্দেহভাজন আটক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০৬ এএম

আন্তর্জাতিক অভিবাসী পাচারকারী চক্রের সন্দেহভাজন ১৫ সদস্যকে আটক করেছে ইউরোপের দেশ ফ্রান্স। তারা অভিবাসন প্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছাতে সাহায্য করত। মঙ্গলবার আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, অভিবাসী সংকট ইস্যুতে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে বিদ্যমান তীব্র উত্তেজনার মধ্যেই খবরটি সামনে এলো। এর আগে রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছিল। মূলত এর পরপরই ব্রিটিশ কর্তৃপক্ষ মস্কোর প্রতি অবৈধ অভিবাসন প্রত্যাশীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া বন্ধ করতে পদক্ষেপ গ্রহণের আহŸান জানান। গ্রেফতারকৃতদের মধ্যে ইরাকের কুর্দি, পাকিস্তান, রোমানিয়া ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তারা ফ্রান্সের উত্তরে ডানকার্কের বাইরে গ্র্যান্ডে-সিন্থে ক্যাম্পে অবস্থিত অভিবাসন প্রত্যাশীদের নৌকায় করে ইংল্যান্ডে পাড়ি দিতে উৎসাহিত করত বলে ফরাসি পুলিশের বিবৃতিতে জানানো হয়। এএফপি, আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফ্রান্সে অভিবাসী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ