Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৭ এএম

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগের দাবিতে দেশটিতে টানা ৭ দিন ধরে বিক্ষোভ চলছে। প্রেসিডেন্ট সিসি স¤প্রতি মিসরজুড়ে থাকা অবৈধ নির্মাণ অপসারণের উদ্যোগ নিয়েছেন। তবে এতে ক্ষতিগ্রস্থ হতে যাচ্ছেন এক শ্রেণীর মানুষ। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ শুরু করেন। এরইমধ্যে এতে যোগ দিয়েছেন কয়েক হাজার মানুষ। জুমার নামাজের পর গত শুক্রবার রাজধানী কায়রোতে একটি বড় বিক্ষোভ সমাবেশ হয়। এছাড়া, দেশটির গিজা, লুক্সর ও দামিয়েত্তাতেও বিক্ষোভ দেখা গেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা। খবরে জানানো হয়েছে, এখন পর্যন্ত বিক্ষোভে যোগ দিয়ে ২৫ বছরের এক তরুণ মারা গেছেন। করোনা মহামারির মধ্যে অন্য দেশগুলোর মতো মিশরের অর্থনীতিও ক্ষতিগ্রস্থ হয়েছে। এরমধ্যে অবৈধ স্থাপনা ধ্বংস করলে এক শ্রেণীর মানুষ দুর্ভোগে পড়বে এমন আশঙ্কা রয়েছে। তারা সরকারের এমন উদ্যোগের সমালোচনা করছেন। তবে পুলিশ বিক্ষোভের সময় নানা অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। স্থাপনা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও কাউকে কাউকে সিসিবিরোধী সেøাগান দিতেও দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কায়রোতে একজন সেøাগান দিয়ে বলছেন, জোরসে বলো, আল-সিসির পতন চাই। বেশ কিছু মিছিল পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। উল্লেখ্য, সিসি ক্ষমতায় বসার পর থেকে দেশটিতে মিছিল-সমাবেশ নিষিদ্ধ। আল-জাজিরা, মিডলইস্ট আই।

 



 

Show all comments
  • মোঃ দুলাল মিয়া ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪:২৫ এএম says : 0
    পদত্যাগ না করলে আনদলন চলবেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসর

২৮ জানুয়ারি, ২০২২
১৭ জানুয়ারি, ২০২২
১৩ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ