Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪০ পিএম

ফরিদপুর আসন্ন জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ফরিদপুর জেলা পরিষদের নির্বাচনে মনোনয়পত্র যাচাই-বাছাই এর দিন ধার্য ছিল। ফরিদপুরের জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, জেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মোট তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে আয়-ব্যয় রিটার্ন দাখিলে স্বাক্ষর না থাকা ও ঋণখেলাপির কারণে বিএনপির মনোনীত প্রার্থী সেলিম মিয়ার মনোনয়পত্র বাতিল করা হয়েছে। তিনি জানান, এ নির্বাচনে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের শামসুল আলম ভোলা এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ। আগামী ২০ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আর ৩ অক্টোবর মনোনয়পত্র প্রত্যাহারের শেষ দিন।

বিএনপির প্রার্থী সেলিম মিয়া তার ফেসবুক আইডিতে স্টাটাস দিয়ে জানান , তিনি কোন ঋণ খেলাপি নন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপনির্বাচন

২ ফেব্রুয়ারি, ২০২৩
১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ