Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুফতি আলাউদ্দীন জিহাদীর মুক্তির দাবিতে হবিগঞ্জে আহলে সুন্নাতের মানববন্ধন ও বিক্ষোভ

হবিগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:২০ পিএম

ফেইসবুকে আহমদ শফীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের মিথ্যা অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া মুফতি আলা উদ্দীন জিহাদীর মুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত‘ হবিগঞ্জ। গতকাল সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ‘র সভাপতি আল্লামা শাহ জালাল আহমদ আখঞ্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মাওলানা কাজী সাইফুল মস্তোফার যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম সাংগঠনিক সচিব অধ্যক্ষ আলী মুহাম্মদ চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সচিব অধ্যক্ষ সোলাইমান খাঁন রাব্বানী, ছাত্রসেনার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রুবেল, অধ্যক্ষ এ.কে আফসার আহমদ তালুকদার, মাওলানা কুতুবুল হাসান চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ গোলাম সরোয়ারে আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি তাহির উদ্দীন সিদ্দিকী, অধ্যক্ষ বদরুর রেযা সেলিম, মুফতি আব্দুল আলী ক্বাদেরী, আহলে সুন্নাত হবিগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম খাঁন, পৌর সভাপতি মুফতি আশরাফুল ওয়াদুদ, সাধারণ সম্পাদক মাওলানা খাইরুদ্দীন, ডাঃ ফারুক মিয়া, আলা হযরত ফাউন্ডেশন হবিগঞ্জের সভাপতি মাওলানা আব্দুল আলিম, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন, মুফতি হারুনুর রশীদ, মাওলানা মুসলিম খাঁন, মাওলানা ডাঃ আব্দুল কাদির, মুহাম্মদ হাবিবুর রহমান, আব্দুল ওয়াহেদ বাচ্চু, আব্দুল ওয়াদুদ, ইয়াছীন তালুকদার, মীর আফজল হোসেন খাঁন, সাইদুর রহমান, আমিনুল ইসলাম, হাফেজ এবাদুল হক চৌধুরী, হাফেয রেযাউল করিম, আব্দুল ওয়াহাব নঈমী, মাওলানা আবু তৈয়্যব মোজাহিদী, মাওলানা ফরিদ উদ্দীন মাসুদ, সৈয়দ মুহাম্মদ আলী, এম.এ কাদির, আব্দুল হামিদ, মাওলানা রুকন উদ্দীন, মুফতি আবুল বাসার, হাফেয আমিনুল হক, মাওলানা সামছুদ্দীন, ইদ্রিস মাস্টার, হাফেয আব্দুল মোহিত, মাওলানা আবু বকর, মহিবুর রহমান কুতুব, মুফতি মুজবুর রহমান, হাফেয ইদ্রিস, আঃ বাছিত রানা, হাফেয মোশাররফ, মাওলানা ইজাজুল ইসলাম, মাওলানা শাহানুর ও মাওলানা রাশেদুল ইসলাম প্রমূখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ