বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন ও নীলা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু পরিষদ টাঙ্গাইল শাখার আয়োজনে শুক্রবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শারদীয় দূর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি, দীর্ঘদিনের দাবি সংখ্যা লঘু সরক্ষা আইন দ্রুত বাস্তবায়ন ও সাভারে নীলা হত্যাকারীদের সর্বোচ্চ বিচার এবং টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রাবণ হালদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু পরিষদ জেলা শাখার প্রধান সমন্বয়কারী সুমন দত্ত, সমন্বয়কারী প্রীতিশ পন্ডিত, আহ্বায়ক ঝন্টু গোস্বামী, শ্রাবণ হালদারের মা সাগরী হালদার প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।