Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভবন ধসে ভারতে ১০ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ এএম

সোমবার ভোর ৩টা ৪০ মিনিটের দিকে ভারতের এক ভয়াবহ  দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত অনেকে। উদ্ধার করা হয়েছে ২৫ জনকে।
জানা যায়, ভারতের মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে একটি তিন তলার ভবন ধসে পড়ে। এতে ঘটনাস্থলে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।  এনডিটিভির খবরে বলা হয়েছে উদ্ধার কাজ চলছে।

সেখানে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, দমকল এবং পুলিশ।

করপোরেশনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাত্‍কারে জানান, ধামানকার নাকার কাছে নারপোলির পাটেল কম্পাউন্ডের একটি বিল্ডিং ভেঙে পড়ে। সেই সময়ে সব আবাসিকই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

এরই মধ্যেই ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের তত্‍পরতায় জীবন্ত উদ্ধার করা হয়েছে এক শিশুকে। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে এখনও একাধিক মানুষ চাপা পড়ে রয়েছেন।

প্রাথমিক খবর অনুযায়ী, শুরুতেই স্থানীয়দের তৎপরতায় ঘটনাস্থল থেকে অন্তত ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ