মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানের সেনাবাহিনীর কাছে চারটি জঙ্গিবিমান হস্তান্তর করেছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটো। আফগান বিমান বাহিনীর সঙ্গে চুক্তি অনুযায়ী সেদেশকে 'এ২৯ সুপার টোকানো' মডেলের ২৬টি জঙ্গিবিমান দেওয়ার কথা রয়েছে ন্যাটোর।
গতকাল বৃহস্পতিবার রাজধানী কাবুলে জঙ্গিবিমান হস্তান্তরের অনুষ্ঠান হয়েছে। এ সময় ন্যাটোর কর্মকর্তারা বলেছেন, তারা এ পর্যন্ত আফগান বাহিনীর কাছে ১৮টি জঙ্গিবিমান হস্তান্তর করেছেন। আগামী কয়েক মাসের মধ্যে আরও ছয়টি বিমান দেওয়া হবে।
আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালেদ বলেছেন, সেনাবাহিনী নিজেরাই দেশ রক্ষার সক্ষমতা রাখে। শত্রুরা সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার যে স্বপ্ন দেখে তা কোনো দিন সফল হবে না।
ন্যাটোর সঙ্গে আফগানিস্তানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনার প্রক্রিয়া চলার মধ্যেই চারটি জঙ্গিবিমান হস্তান্তরের কাজ সম্পন্ন করল ন্যাটো।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।