Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তেল আবিবে প্রথম বিনিয়োগ অফিস খুলছে আমিরাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৮ এএম

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র পরিচালিত আবুধাবি বিনিয়োগ অফিস (এডিআইও) ইসরাইলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে তাদের শাখা খুলতে যাচ্ছে। বুধবার আবুধাবির মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে। এটি সংযুক্ত আরব আমিরাতের বাইরে সংস্থাটির প্রথম শাখা হতে যাচ্ছে। মঙ্গলবার ওয়াশিংটনের হোয়াইট হাউসে ইসরাইলের সাথে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক স্বাভাবিকরণে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এডিআইও’র পক্ষ থেকে টুইটারে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আবুধাবিতে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে এবং বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের সাথে সংযোগ স্থাপনে সহায়তার লক্ষ্যে পরিকল্পিত আন্তর্জাতিক অফিসের নেটওয়ার্কের প্রথমটি খোলা হচ্ছে তেল আবিবে।’ প্রসঙ্গত, দুই সপ্তাহ আমিরাতের এডিআইও ও ইসরাইলের অর্থ মন্ত্রণালয়েন অধীন বিনিয়োগ সংস্থার মধ্যে আগে দ্বিপাক্ষিক বিনিয়োগ সহযোগিতার বিষয়ে চুক্তি সাক্ষরিত হয়েছিল। সূত্র : মিডল ইস্ট মনিটর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমিরাত

২৯ সেপ্টেম্বর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ