Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরলে লাশ উদ্ধার

বিরল (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ১৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

দিনাজপুরের বিরল সীঁমান্তে ভারতীয় কাঁটা তারের বেড়ার কাছ থেকে এক বাংলাদেশী যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের পরিচয়ে জানা গেছে, সে উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র ধর্মজইন ব্রীজপাড়া গ্রামের মৃত কবীর হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (২৫)।
জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর তাওহিদ হোসেন জানান, গতকাল বুধবার দুপুরে স্থানীয় লোক মারফত সংবাদ পেয়ে যুবক জাহাঙ্গীর আলমের লাশ এনায়েতপুর সীঁমান্ত এলাকার ভারত সীঁমান্তের কাঁটা তারের বেড়ার নিকট সীঁমান্ত পিলার নং ৩২১/১১(১) এর গোবরা বিল নামক স্থান থেকে উদ্ধার করা হয়।
জাহাঙ্গীর গত ৭ সেপ্টেম্বর থেকে বিকেল থেকে নিখোঁজ ছিল বলে তাঁর পরিবারের লোক জনের কাছ থেকে জানা গেছে। ঘটনার রহস্য উদঘাটনেও পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ