Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ঢাকার ধামরাইয়ে এক ছাত্রী মায়ের কাছে কলেজে ভর্তির টাকা চেয়ে না পেয়ে অভিমানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে ধামরাইয়ের নান্নার ইউনিয়নের পাচাইল গ্রামে। পুলিশ ও নিহতের স্বজনদের কাছ থেকে জানা গেছে, পাচাইল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার তার মায়ের কাছে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকা চায়। এ টাকা একদিন পরে দিতে চায় তার মা। এ নিয়ে মায়ের সঙ্গে বাক-বিতÐা হয়।
এক পর্যায়ে মায়ের সাথে অভিমান করে দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সানজিদা। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ