বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের হালুয়াঘাটে জয় খান (৯) নামে এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার সকালে পৌর এলাকার পশ্চিম মনিকুড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। সে হালুয়াঘাট উওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।
জানা যায়, হালুয়াঘাট পৌরএলাকার পশ্চিম মনিকুড়া গ্রামের আকাশ খানের ছেলে জয় খান (৯) নিজ বাড়ির বসত ঘরের ধরনার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। অাত্মহত্যার খবর পেয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান এর নির্দেশে হালুয়াঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অত্র থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। প্রাথমিক ভাবে আত্মহত্যার কারণ জানাযায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।