Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরিত্যক্ত ঘর থেকে নারীর লাশ উদ্ধার

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ঢাকার ধামরাইয়ে গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় একটি পরিত্যক্ত ঘর থেকে আমেনা বেগম নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে নিহতের স্বামী ও পুলিশ।
গতকাল শনিবার দুপুরের দিকে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত টিনশেডের ঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা বেগম (৪৫) গাঙ্গুটিয়া ইউনিয়নের কাওয়াখোলা গ্রামের হেলাল হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের বড় নালাই গ্রামের মৃত নোয়াব আলীর মেয়ে। তবে মানসিক ভারসাম্যহীন থাকায় মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অনত্র গিয়ে থাকতো ওই নারী।
নিহতের স্বামী হেলাল হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই তার স্ত্রী আমেনা বেগম মানুষিক রোগে ভুগছিলো। মাঝে মধ্যেই বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে থাকায় পরিবারের সাথে যোগাযোগ ছিল না তার। গত ২-৩ তিন মাস পূর্বে সবশেষ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি স্ত্রী আমেনা। এরপর আজ দুপুরের দিকে বারবাড়িয়া হাটের পাশে একটি পরিত্যক্ত ঘর থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, বারবাড়িয়া হাটের পাশে থাকা ওই পরিত্যক্ত ঘরটিতে নিহত ওই নারী থাকতেন বলে জানিয়েছে স্থানীয়রা। আজ দুপুরে ঘর থেকে দূর্গন্ধ বের হলে স্থানীয়দের খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ