Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাসীদের মুক্তির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪০ পিএম

৫৪ ধারায় আটককৃত প্রবাসীদের মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ জেলা শাখা। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি আশরাফুল হাসান তপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া, সহ-সভাপতি কাজী রাজিয়ুর রহমান তানভীর, সহ-সাংগঠনিক সম্পাদক তাসকীন আহমেদ রনি, দফতর সম্পাদক সাহিল আহমেদ জীবন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রবাসীদের শ্রমের বিনিময়ে দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে। অথচ প্রবাসীরা বিভিন্ন সময় দালালদের মাধ্যমে হয়রানির শিকার হয়। তার প্রতিবাদ করায় তাদেরকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। বক্তারা আরও বলেন, ৫৪ ধারায় আটককৃত ৩৩৮ প্রবাসীদের মুক্তির পাশাপাশি এ ধারা বাতিল করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন

২২ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ