Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবের উত্তরসূরি বাছাই প্রক্রিয়া শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সদ্য পদত্যাগী শিনজো আবের উত্তরস‚রি বাছাইয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া মঙ্গলবার শুরু করেছে জাপানের ক্ষমতাসীন দল। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন আবের ডানহাত হিসেবে পরিচিত ইওশিহিদে সুগা। খবর এএফপি। চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা (৭১) এরই মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ গ্রুপগুলোর সমর্থন নিশ্চিত করেছে। ১৪ সেপ্টেম্বরের ভোটাভুটির আগে বেশ ভালো অবস্থানেই আছেন স্ট্রবেরি চাষীর সন্তান সুগা। তবে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার পাচ্ছেন না। তার প্রতিদ্ব›দ্বী হিসেবে থাকবেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরো ইশিবা ও দলটির জনপ্রিয় পলিসি চিফ ফুমিও কিশিদা। আইনসভায় এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় এ দল থেকেই প্রধানমন্ত্রী বাছাই হবে। ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হবে। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার আবেদন করেছে সুগা, ইশিবা ও কিশিদার প্রতিনিধিরা। যে প্রার্থীই আবের উত্তরস‚রি নির্বাচিত হবেন, তার সামনে নভেল করোনাভাইরাস মহামারী মোকাবেলা ও টোকিও অলিম্পিক আয়োজনসহ দেশটির অর্থনীতিতে গতি ফেরানোর বড় চ্যালেঞ্জের সামনে পড়বেন। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবে

২৬ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ