মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার বিস্ফোরণ থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ, জানিয়েছেন তার মুখপাত্র। বুধবার স্থানীয় সময় সকালে সালেহকে লক্ষ্য করে ঘটানো ওই বোমার বিস্ফোরণে তার দেহরক্ষীসহ অন্তত ২০ জন হতাহত হয়েছেন, তবে ভাইস প্রেসিডেন্ট অক্ষত আছেন বলে জানিয়েছেন ওই মুখপাত্র। বিস্ফোরণে অন্তত চার জন নিহত ও ১৬ জন্ আহত হয়েছেন বলে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন। সালেহর দপ্তরের মুখপাত্র রাজওয়ান মুরাদ ফেইসবুকে লিখেছেন, “আজ আবারও আফগানিস্তানের শত্রু রা সালেহর ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা তাদের অশুভ লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে আর সালেহ অক্ষত অবস্থায় হামলা থেকে রক্ষা পেয়েছেন।” বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি, কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান সরকার ও তালবানের মধ্যে বহু প্রতিক্ষিত শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগে হামলাটি চালানো হল। সালেহর গাড়িবহর লক্ষ্য করে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় আর এতে তার কয়েকজন দেহরক্ষীও আহত হয়েছেন বলে মুখপাত্র মুরাদ জানিয়েছেন। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সালেহ এ পর্যন্ত বেশ কয়েকটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন। গত বছর তার একটি দপ্তরে চালানো আরেক হামলায় ২০ জন নিহত হয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।