মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনার মধ্যে জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে ১ ভারতীয় সেনা নিহত এবং অন্য ২ জওয়ান আহত হয়েছেন। গতকাল (শনিবার) উত্তর কাশ্মীরের কুপওয়াড়া জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর নওগাম সেক্টরে পাকিস্তানি বাহিনী গুলিবর্ষণ করলে ওই হতাহতের ঘটনা ঘটে।
পাকিস্তানি বাহিনী নওগাম সেক্টরে ভারতীয় সামরিক চৌকি টার্গেট করে গুলিবর্ষণ করলে ভুপিন্দর সিং নামে এক সেনা জওয়ান নিহত হন। ওই ঘটনায় ল্যান্স নায়েক ভেঙ্কটেশ এবং সজল নামে এক সিপাহী আহত হলে তাদেরকে শ্রীনগরে সামরিক হাসপাতালে পাঠানো হয়।
এদিকে, শনিবার পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় তিনটি সেক্টরে গুলিবর্ষণের পাশাপাশি মর্টার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত।
ভারতের প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ জানান, শনিবার সকাল ৯টা ১৫ নাগাদ পাকিস্তান পুঞ্চ জেলার শাহপুর, কিরনি ও দেগয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখার পাশ থেকে মর্টার ও ছোটো অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণ করেছে। ভারতীয় সেনারা ওই ঘটনায় পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে কঠোর ও কার্যকরভাবে জবাব দিয়েছে।
ভারতীয় গণমাধ্যমে প্রকাশ, পাকিস্তান চলতি বছরে সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘনের আগের সমস্ত রেকর্ড ভেঙেছে। একইসঙ্গে জম্মু-কাশ্মীর সরকার গুলিবর্ষণের হাত থেকে সীমান্ত অঞ্চলে বসবাসরত গ্রামবাসীদের রক্ষা করতে বাঙ্কার তৈরির কাজ ত্বরান্বিত করেছে। পাকিস্তান চলতি বছরের জুলাই পর্যন্ত জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে ২ হাজার ৯৫০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরফলে ১৫ বেসামরিক ব্যক্তি ও ৮ জওয়ান নিহত হয়েছেন। পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।