বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুরের বিরামপুরে স্ত্রীর সাথে অভিমান করে ও কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারী আত্মহত্যা করে বলে খবর পাওয়া যায়। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, বিরামপুর পৌর এলাকার দোশরা পলাশবাড়ি মহল্লার রঘুনাথ সরকারের ছেলে রতন সরকার (৩৫) স্ত্রীর ওপর অভিমান করে গতকাল বৃহস্পতিবার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ২ দিন পূর্বে স্বামী রতন সরকারের সাথে স্ত্রী ঝগড়া করে বাবার বাড়ি চলে যায়। এই অভিমানে স্বামী রতন সরকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে মৃত্যের পরিবার সূত্রে জানা যায়। বিরামপুর খানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ফুলবাড়ী (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে মানসিক ভারসাম্যহীন এক নারী আত্মহত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলার চন্দ্রখানা আগটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৪০)। তিনি ওই গ্রামের মৃত আলতাফ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে মনোয়ারা বাড়ির লোকজনের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ওই নারীর মৃত্যু হয়। প্রায় তিন বছর আগে ওই নারী আরো একবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
ফুলবাড়ী থানার ওসি রাজীব কুমার রায় জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।