গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল ও ধামতীর পীর প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ বৃহস্পতিবার এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহাম্মদ আবদুল হালিম একজন প্রথিতযশা আলেমে দ্বীন ও শিক্ষাবিদ ছিলেন। ইসলামী শিক্ষা বিস্তার ও দ্বীনের প্রচার প্রসারে তাঁর অসামান্য অবদান দেশবাসী আজীবন স্মরণ রাখবে। তার মৃত্যুতে সৃষ্ট শূন্যতা পূরণ হবার নয়। নেতৃদ্বয় মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের রূহের মাগফেরাত কামনা এবং তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।