বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পুলিশের মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার তিন সাক্ষীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিতে আদালতে হাজির করা হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই তিন আসামীকে আদালতে তোলা হয়। সকাল ১০ টায় তাদেরকে বিচারক তামান্না ফারার আদালতে জবানবন্দি রেকর্ড করার জন্য খাস কামরায় ঢুকানো হয়েছে।
গতকাল মঙ্গলবার তৃতীয় দফায় আরো তিন দিনের তাদের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। তারা হলেন- টেকনাফ মারিশবনিয়া এলাকার নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ।
এর আগে আরো দুই দফায় হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছে র্যাব। এই তিনজন সিনহা হত্যা মামলায় পুলিশের করা মামলায় সাক্ষী হলেও সিনহার বোনের করা মামলায় তারা আসামী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।