Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উৎপাদন বৃদ্ধি, আরও শক্তিশালী চীনের অর্থনীতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৪:১০ পিএম

মঙ্গলবার একটি বেসরকারী জরিপে দেখা গেছে, আগস্টে চীনের উৎপাদন কার্যক্রম গত এক দশকের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে প্রসারিত হয়েছে। এই তথ্য সামনে আসার পরে এশিয়ার শেয়ার বাজারে বড় উত্থান দেখা যায়।

সোমবার চীনের সরকারি জরিপেও বলা হয়েছে, চীনের কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ধীরে ধীরে বেড়েছে। উভয় জরিপেই দেখা গেছে চীনের রফতানি বেড়েছে ও অর্থনীতি সম্প্রসারিত হয়েছে। চীনের শেয়ারবাজারও আরও চাঙ্গা হয়ে উঠেছে। সাংহাই কম্পোজিটের মূল্য ০ দশমিক ৪৪ শতাংশ ও শেনঝেন কম্পোনেন্টের মূল্য ০ দশমিক ৬৬৫ শতাংশ বেড়েছে। আগস্ট মাসের জন্য কক্সিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস’ ইনডেস্কের (পিএমআই) জরিপের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই চীন ও এশিয়ার শেয়ার বাজারে এই উত্থান দেখা যায়।

অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশপাশি মার্কিন ডলারের বিপরীতে চীনের ইউয়ানের বিনিময় মূল্যও বেড়েছে। মঙ্গলবার চীনা ইউয়ানের বিনিময় মূল্য ছিল ডলার প্রতি ৬ দশমিক ৮২৫। আগেরদিন ডলারপ্রতি বিনিময় মূল্য ছিল ৬ দশমিক ৮৪ ইউয়ান। পিএমআই জরিপ থেকে বোঝা যাচ্ছে, করোনাভাইরাস মহামারী থেকে চীন অর্থনীতি পুনরুদ্ধারে সফল হয়েছে। সূত্র: রয়টার্স, সিএনবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ