Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

‘ড্রাইভ সফটওয়্যার’ : টেসলা কোম্পানীর গাড়ি চালাতে বিশেষ সহায়ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১:০৩ পিএম

টেসলা কোম্পানীর গাড়ি চালনায় ‘ড্রাইভ সফটওয়্যার’ বিশেষ সাহায্য করবে চালককে।হ্যাঁ, ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের নতুন সফটওয়্যার আপডেট প্রকাশ করেছে। ট্রাফিক সিগন্যালে স্থির থাকার সময় নতুন সফটওয়্যার আপডেটে সবুজ বাতি জ্বলে উঠতে সংকেতের মাধ্যমে চালককে জানিয়ে দেবে গাড়িটি। -এনগ্যাজেট

এসময় চালক নিজে চালিয়ে যেতে পারেন কিংবা গাড়িটিকে স্বয়ংক্রিয়ভাবে চলার জন্য নির্ধারণ করে দিতে পারেন।আর এই আপডেটের ফলে গাড়িটির অটোপাইলট ফিচার আরও উন্নত হয়েছে। এখন থেকে সড়কের নানাবিধ সংকেত, এমনকি সড়কের গতিসীমাও বুঝতে পারবে।

টেসলার নতুন সফটওয়ার আপডেটে গতিসীমা নির্ণয় ও সড়কের অন্যান্য সংকেত বুঝতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যেই আপডেটটি উন্মুক্ত করা হলেও সকল গাড়ি আপডেটটি পেতে আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানা কতৃপক্ষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ