মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাড়ার বন্ধুদের সঙ্গে প্রায় খেলতো ওই শিশুটি। জানা পরিবেশ এক সঙ্গে বেড়ে ওঠা। সবাই স্কুলের শিক্ষার্থী। অন্য সময়ের মতো এদিনও লুকোচুরি খেলতে ডাকে পাড়ার ভাইয়েরা। খুশি মনে তাতে রাজি হয়ে বাচ্চা মেয়ে। কিন্তু সেই ‘বড় ভাই’রাই তার উপর নৃশংস অত্যাচার চালায় বলে অভিযোগ। সাত কিশোর মিলে মেয়েটিকে ঘণধর্ষণ করে বলে অভিযোগ।
ভারতের পশ্চিম ত্রিপুরার তাবারিয়া জেলার একটি গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তরা সকলেই কিশোর। নির্যাতনের শিকার ওই মেয়েটি তৃতীয় শ্রেণির ছাত্রী। তাকে ধর্ষণ করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মেয়েটির বাবা।
নিউ ক্যাপিটাল কমপ্লেক্সের সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রিয়া মাধুরী মজুমদার জানান, ‘‘মেয়েটির বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। জানিয়েছেন, লুকোচুরি খেলবে বলে ডেকে নিয়ে গিয়ে, শুক্রবার তার মেয়েকে ধর্ষণ করে অভিযুক্তরা।’’
ওই অফিসার জানান, বাড়ি ফিরে নিজেই গোটা ঘটনা বাবা-মাকে জানায় মেয়েটি। তারপর শনিবার থানায় এফআইআর দায়ের করেন তার বাবা। তার অভিযোগে ভিত্তিতে অভিযুক্ত ছয় কিশোরকে গ্রেফতার করা হয়েছে। এক জনের খোঁজ মেলেনি। তার খোঁজ চলছে।
অভিযুক্তরা সকলেই নাবালক বলে জানা গিয়েছে। তাদের মধ্যে চার জনকে জুভেনাইল হোমে রাখা হয়েছে। ডাক্তারি পরীক্ষায় ১২ বছর বয়সি দু’জনের শরীরে আবার করোনা ধরা পড়েছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের। আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।