Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হুমকিতে মাথা নত করবে না তুরস্ক

৯৮তম বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে আঙ্কারায় এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

তুরস্কের ৯৮তম বিজয় দিবস উপলক্ষে রোববার দেয়া এক বক্তব্যে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন, তুরস্ক বিশেষত কোনো হুমকি-ধমকিতে মাথা নত করবে না। বরং আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় চুক্তির আলোকে নিজেদের অধিকার সংরক্ষণ করবে। ১৯২২ সালের ৩০ আগস্ট গ্রীক সেনাবাহিনী ও মিত্র বাহিনীকে চূড়ান্তভাবে পরাজিত করেছিল তুরস্কের সেনাবাহিনী। বিজয় দিবস উপলক্ষে আধুনিক তুরস্কের জনক কামাল আতাতুর্কের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানসহ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। তিনি বলেন, আমরা ২০২৩ সালে আমাদের বিজয়ের শততম বর্ষ পালন করব। আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে তখন আমাদের দেশ অর্থনীতি, সেনাবাহিনী, রাজনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে আরো সফলতা বয়ে আনবে। এদিকে গ্রিসের আইওনিয়ান সাগরের পানিসীমা বাড়ানো ঘোষণায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্ল বলেছেন, গ্রিস আইওনিয়ান সাগরের পানিসীমা বাড়ানোর যে পরিকল্পনা করছে তাতে যুদ্ধ শুরু হতে পারে। তিনি বলেন, ওই সাগরে গ্রিসের পানিসীমা ৬ নটিক্যাল মাইল থেকে বাড়িয়ে ১২ নটিক্যাল মাইল করা হলে তা দুই দেশের মধ্যে যুদ্ধ ডেকে আনতে পারে। শনিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গ্রিসকে সতর্ক করে বলেন, গ্রিস পানিসীমা বাড়িয়ে ১২ মাইল করতে পারে না। ভূমধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে স¤প্রতি গ্রিস ও তুরস্কের সঙ্গে উত্তেজনা বেড়েছে। এর মধ্যেই অ্যাথেন্সের এমন পদক্ষেপ নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। গ্রিসের একটি পত্রিকায় সেদেশের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিতসোটাকিসের উদ্ধৃতি দিয়ে বলা হয়, গ্রিস সরকার আইওনিয়ান সাগরে ইতালির মুখোমুখি আঞ্চলিক পানিসীমা দ্বিগুণ করার একটি বিল জমা দেওয়ার পরিকল্পনা করছে। ভবিষ্যতে অন্যান্য সামুদ্রিক এলাকায় গ্রিস তার আঞ্চলিক পানিসীমা বাড়াবে। তুরস্কের একটি সূত্র আল-কুদস আল-আরবিকে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতের কোনও বিমান পূর্ব ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপের নিকটবর্তী তুরস্কের পানিসীমায় বা ‘ওরুক রেইসে’র কাজের ক্ষেত্রের কাছে পৌঁছলে আমরা গুলি চালাতে দ্বিধা করব না।’ ‘ওরুক রেইস’ হচ্ছে তুরস্কের গবেষণা জাহাজ যা পূর্ব ভূমধ্যসাগরে জ্বালানী অনুসন্ধানে কাজ করছে। সূত্র অনুসারে, ‘সংযুক্ত আরব আমিরাত এমন একটি ভূমিকা পালনের চেষ্টা করছে যা তাদের জন্য বিপদজনক। তারা আগুন নিয়ে খেলছে। তারা যদি রেডলাইনগুলো লঙ্ঘন করে বা তুরস্কের পানিসীমার কাছে পৌঁছে, তবে একটি কঠোর শিক্ষা গ্রহণ করবে।’ আনাদোলু এজেন্সি, মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ