Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লরায় তাণ্ডবে যুক্তরাষ্ট্রে মৃত্যু বেড়ে ১৪

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১০:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। একটি শেষ হচ্ছে তো অন্যদিকে আরেকটি আঘাত হানছে। এতে দেশটি ব্যাপক সম্পদ ও মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে।
এদিকে প্রলয়ংকরী হারিকেন লরার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল লুইজিয়ানা ও টেক্সাসে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, চৌদ্দ জনের মধ্যে লুইজিয়ানায় প্রাণ গেছে ১০ জনের, টেক্সাসে চারজনের।

প্রাণহানি কম হলেও দেড়শো মাইলের (২৪০ কিলোমিটার) বেগের এই হারিকেনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি বাড়িঘর। এছাড়া একটি শিল্পাঞ্চল এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা চেয়েছেন লুইজিয়ানোর গভর্নর জন বেল এডওয়ার্ডস।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, শিগগিরই হারিকেনে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

এদিকে, হারিকেন লরার গতিবেগ কমে মৌসুমি ঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে এখনো বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

গত বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা তাণ্ডব চালিয়েছিল হাইতিতে। সেখানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঘূর্ণিঝড়

২৬ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ