Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হোটেল কর্মচারীর লাশ উদ্ধার, আটক ৫

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০২ এএম

বগুড়ার সান্তাহারে দইয়ের কারখানা থেকে শিমুল (৩০) নামের এক যুবকের লাশ গতকাল উদ্ধার করেছে পুলিশ। শিমুল শহরের হার্ভে সরকারি বিদ্যালয় এলাকার শাহাজাহান আলী ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন হোটেল কর্মচারীসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জানা যায়, সান্তাহার শহরের বিসমিল্লা হোটেলের দই, মিষ্টি কারখানার হোটেল কর্মচারী শিমুল প্রতিদিনের ন্যায় বুধবার রাতে ঘুমাতে যায়। পরদিন সকালে কারখানার পাশের দোকান কর্মচারী দেলোয়ার হোসেন কারখানা খুলে শিমুলের লাশ দেখতে পেয়ে সবাইকে জানান। সংবাদ পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। লাশ উদ্ধারের সময় মুখ বালিশ দিয়ে ঢাকা ছিল বলে পুলিশ জানান। এ ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন বলেন, হত্যাকান্ডের সাথে জড়িতদের খুজে বের করার চেষ্টা করা হচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ-উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২১
৮ ফেব্রুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ