বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরাণীগঞ্জে এক পুলিশ কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। । ওই পুলিশ কর্মকর্তার নাম মোস্তাক আহম্মেদ। তিনি রাজধানীর বিমান বন্দর এলাকায় এসবি’র উপ-পরিদর্শক(এসআই)পদে কর্মরত আছেন। বুধবার দিবাগত গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমদী নাজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ডাকাতরা ৫লাখ ৮০হাজার নগদ টাকা ও ৫ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে গেছে।
ওই পুলিশ কর্মকর্তার বড়ভাই কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রওশন ইয়াজদানী জানান, তাদের পশ্চিমদী নাজিরপুর এলাকার তিনতলা বিশিষ্ট ভবনের নীচতলায় বুধবার গভীর রাতে দুর্ধর্ষ এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় তার ছোট ভাই এসবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোস্তাক আহম্মেদ রাজধানীর বিমান বন্দর এলাকায় দায়িত্বরত ছিলেন এবং তার স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে গেছেন। এ সুযোগে ১০-১২জনের একটি ডাকাতদল তাদের বাড়ির মূল গেটের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। পরে বাড়ির নীচতলার গ্রীল কেটে ঘরে ঢুকে বৃদ্ধ বাবা মহিউদ্দিন(৮৫) ও বৃদ্ধা মা সুফিয়া খাতুন(৭৫)কে অস্ত্রের মুখে জিম্মিকরে আলমারীর তালা ভেঙ্গে নগদ ৫ লাখ ৮০ হাজার টাকা , ৫ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল সেট লুটকরে নিয়ে যায়। ডাকাত দল পালিয়ে যাবার সময় ঘরের অন্য জানালার গ্রীল ভেঙ্গে সেখান দিয়ে চলে যায়। বুধবার রাত আনুমানিক আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ডাকাত দল তাদের বাড়িতে অবস্থান নিয়ে এ ডাকাতি কার্য পরিচালনা করে বলেও জানান রওশন ইয়াজদানী। এসময় তিনি তার স্ত্রী সন্তানসহ বাড়ির দ্বিতীয় তলায় এবং অন্য ভাইয়েরা বাড়ির তৃতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। ডাকাতি শেষে ডাকাতদল চলে যাবার পর তার মায়ের আর্তচীৎকারে তাদের ঘুম ভাঙ্গলে নীচে এসে তাদের মা-বাবার মুখে এ ঘটনার খবর শুনতে পান এবং ঘরের নীচ তলার যাবতীয় আসবাবপত্র এলোমেলো ও একটি জানালার গ্রীল কাটা ও অপরটির গ্রীল ভাঙ্গা দেখতে পান।খবর পেয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহজামান আজ বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।