Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীন সীমান্তে বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রসহ ভারতের সেনা

অনুপ্রবেশ রোধে চীনের দিকে ভারতের মিসাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

লাদাখ সীমান্ত নিয়ে চীনের সঙ্গে ভারতের বিরোধ নিরসনে উভয় পক্ষ থেকে শান্তিপূর্ণ আলোচনার কথা বলা হলেও এখনো পর্যন্ত পরিস্থিতির কোন উন্নতি হয়নি। দু’দেশই পাল্লা দিয়ে সীমান্তে সেনা মোতায়েন বাড়িয়ে চলেছে। লাদাখ সীমান্তে ক্রমশই গতিবিধি বাড়ছে চীনা হেলিকপ্টারের। এই পরিস্থিতিতে সেখানে পাল্টা এয়ার ডিফেন্স মিসাইলসহ শক্তিশালী সেনাবাহিনী মোতায়েন করেছে ভারত। গুরুত্বপূর্ণ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এলাকায় কাঁধে রাখার এয়ার ডিফেন্স সিস্টেম তাক করে চীনকে কোণঠাসা করার পরিকল্পনা করেছে ভারত। রাশিয়ান প্রযুক্তিতে তৈরি ইগলা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারতীয় বাহিনীকে সজ্জিত করা হয়েছে। চীনকে মুখের ওপর জবাব দিতে ভারত সীমান্তে প্রস্তত রেখেছে সুখোই ৩০ এমকেআই, মিগ ২৯ ও মিরাজ ২০০০। ভারতের এএনআই’র সূত্রে বলা হয়েছে, ‘লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার গুরুত্বপূর্ণ কিছু জায়গায় রাশিয়ায় তৈরি ইগলা এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমসহ সেনা মোতায়েন করেছে ভারত। ভারতের আকাশসীমায় কোনও চীনা বিমান ঢুকে পড়লে তাকে প্রতিহত করবে এই মিসাইল।’ সাধারণত যুদ্ধক্ষেত্রে বা প্রতিক‚ল পরিস্থিতিতে শত্রুপক্ষের ফাইটার জেট বা হেলিকপ্টারকে আটকাতে বা ধ্বংস করতেই এই মিসাইল ব্যবহার করা হয়।

উল্লেখ্য, ইতিমধ্যেই লাদাখের বিভিন্ন জায়গায় রেডার বসিয়ে আকাশপথে চীনা জেট বা হেলিকপ্টারের গতিবিধি চিহ্নিত করতে এবং হামলা রুখতে নজরদারি বাড়ানো এবং ভ‚মি থেকে আকাশে ভ‚মি থেকে বাতাসে নিক্ষেপযোগ্য মিসাইল মোতায়েন করেছে ভারত। গালওয়ান, প্যাট্রলিং পয়েন্ট ১৪-এর মতো যে এলাকাগুলিতে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে চীনা সেনাদের সংঘাত বেঁধেছে, গত কয়েকদিন ধরেই বেশ কয়েকটি চীনা হেলিকপ্টার সেই এলাকাগুলিতে ভারতীয় আকাশসীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। পূর্ব লাদাখে আকাশপথে চিনা আগ্রাসন রুখতে ইতিমধ্যেই মে’র শুরু থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমানকে মোতায়েন করে ভারত। এছাড়াও একাধিক উন্নত ট্যাঙ্ক বিমানও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি চিনের জিনজিয়াং প্রদেশ এবং তিব্বত অঞ্চলে ছড়িয়ে থাকা হোটান, গার গুনসা, কাশঘর, হপিং, ঢোনকা ডিজং, লিনঝি এবং পানঘাট বিমানঘাঁটিগুলির উপরেও নজরদারি চালাচ্ছে ভারত। কারণ সীমান্তে ভারতের সঙ্গে সম্পর্ক উত্তপ্ত হওয়ার পর থেকেই এই ঘাঁটিগুলিতে তৎপরতা বাড়িয়েছে চীন। সূত্র: টাইম্স অফ ইন্ডিয়া।



 

Show all comments
  • Jack Ali ২৭ আগস্ট, ২০২০, ১১:৫৫ এএম says : 0
    Let them fight each other and destroy each other ..... so that we can live in our region peacefully..
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ