Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসিকে নিয়ে তারা...

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

কেউ তার পক্ষে বলছেন, কেউ বা বিপক্ষে। কেউ বলছেন, লিওনেল মেসির সিদ্ধান্তটা যথার্থ হয়েছে। কেউ আবার বার্সেলোনার এই কঠিন সময়ে তার ক্লাব ছেড়ে যাওয়ার সমালোচনা করছেন। কেউ-বা সামনে আনছেন বার্সেলোনায় তার বাকি থাকা চুক্তি ও সেটি নিয়ে সম্ভাব্য জটিলতাকে। তবে সবকিছু মিলিয়ে এখন প্রায় নিশ্চিত- বার্সা ছাড়ছেন সময়ের সেরা তারকা। এরপর থেকেই গরম সংবাদমাধ্যমগুলো, সরগড়ম সামাজিক যোগাযোগমাধ্যমও। এ নিয়ে গত ১৫ ঘন্টায় (রিপোর্টটি লেখা পর্যন্ত) শুধুমাত্র টুইটারে টুইটাই হয়েছে সাড়ে ১১ মিলিয়ন! ফুটবল দুনিয়া ছাড়াও অন্য ক্রীড়াঙ্গণের লোক তো ছিলই, ছিলেন রাষ্ট্রপ্রধানরাও।
এই যেমন কাতালুনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা ই প্লা মেসির কীর্তির প্রতি সম্মান জানিয়ে লিখেছেন, ‘কাতালুনিয়া সব সময় তোমার নিজের ঘর থাকবে। আমাদের এত বছর ধরে সুন্দর ফুটবল ও আনন্দের বন্যায় ভাসিয়ে রাখার জন্য ধন্যবাদ। আমরা আমাদের জীবনের কয়েকটা বছর বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে কাটাতে পেরেছিলাম, এটা আমাদের ভাগ্য। তোমাকে আমরা কখনই ভুলব না, লিওনেল মেসি!’
মেসি ক্লাব ছাড়বেন, এমন কথা প্রকাশ হওয়ার পরপরই টুইট করেছেন দলের মিডফিল্ডার আর্তুরো ভিদাল। ক্লাবের সার্বিক অবস্থার প্রতি বিরক্ত হয়েই যে মেসি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সেটির ইঙ্গিতই কী দিলেন ভিদাল টুইটের মাধ্যমে? ভিদাল লিখেছেন, ‘আপনি যখন বাঘকে ঠেসে ধরেন, সে কিন্তু হাল ছেড়ে দেয় না, সে লড়াই করে!’
টক শো ‘এল চিরিঙ্গিতো’র উপস্থাপক ও সাংবাদিক জোসেপ পেদ্রেরোল লাইভে থাকা অবস্থাতেই ফোনে মেসেজ পেয়েছেন, জেনেছেন মেসির পরবর্তী গন্তব্য সম্পর্কে। পরে সবাইকে জানিয়েছেন, মেসি যাচ্ছেন ম্যানচেস্টার সিটিতেই
এই সুযোগে নিজের ক্ষোভ ঝেড়ে নিলেন বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান গাসপার্ত, ‘ও (মেসি) ক্লাব কেন ছাড়তে চাইছে, তা-ই বুঝতে পারছি না। কিছুটা বুঝতে পারছি, কারণ ফুটবল খেলোয়াড়দের এসব নাটক আমি খুব ভালোই জানি। আমরা সবাই চাই ও বার্সেলোনায় থাকুক। ও থাকতে চায় না? কী চলছে ওর মনে? ক্লাবের লাখো সমর্থক যে ওকে থাকতে অনুরোধ করছে সেটার দাম নেই? ও কি এটা মানে না যে আজ ও যেখানে, সেখানে আসতে বার্সেলোনাই ওকে সাহায্য করেছে?’
সবশেষে বর্তমান বোর্ডকে তার পরামর্শ, ‘মেসিকে সবাই অনেক বেশি ভালোবাসে। আশা করি ও বার্সেলোনায় আরও একটা বছর উপভোগ করবে। এই বছর ৬৯ কোটি ৯০ লাখ ইউরোতে ওকে বিক্রি করার চেয়ে আগামী বছর ওকে বিনা ম‚ল্যে যেতে দেখতেই চাইব আমি। (মেসির দাম) এক ইউরোও কমানো উচিত হবে না ওদের।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সেলোনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ