Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনের পাশে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেনে রুশ সেনাদের ধ্বংসযজ্ঞে রীতিমতো উত্তল গোটা পৃথিবী। ফুঁসে উঠছে ক্রীড়া বিশ্বও। অনেক খেলোয়াড় ও ক্লাব তাদের পাশে দাঁড়িয়েছে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনাও। এক ভিডিও বার্তায় ইউক্রেনীয়দের পাশে থাকার অঙ্গীকার করেছেন দলটির সভাপতি হুয়ান লাপোর্তা। গতপরশু রাতে প্রকাশিত একটি ভিডিওতে প্রকাশ্যেই ইউক্রেনে যারা রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সমর্থনে বার্তা পাঠিয়েছেন লাপোর্তা, ‘বার্সেলোনার পক্ষ থেকে, আমি ইউক্রেনের জনগণের পাশে আমার সমর্থন এবং সংহতি প্রকাশ করতে চাই।’

ইউক্রেনে কাতালান ক্লাবটির ব্যাপক সমর্থক রয়েছে বলেও জানান ক্লাব সভাপতি, ‘যখনই আমরা ইউক্রেন দেখার সুযোগ পেয়েছি, আমরা দেশটিতে বার্সেলোনার জন্য ভক্তদের উষ্ণতা এবং ভালোবাসা লক্ষ্য করেছি। আমাদের ২৮ জন সদস্য এবং কিয়েভে ১০০ জন সদস্যসহ একটি সমর্থক ক্লাব রয়েছে।’ একই সঙ্গে ইউক্রেনের ক্রীড়াবিদদের কথাও উল্লেখ করেছেন যারা বার্সেলোনায় বিভিন্ন সময়ে প্রতিনিধিত্ব করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লাপোর্তা বলেছেন, ‘তারা বার্সেলোনার ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছেন।’ সেই সঙ্গে কাতালুনিয়ায় ইউক্রেনীয়দের স্বাগতও জানিয়েছেন বার্সা সভাপতি, ‘যারা একটি অযৌক্তিক যুদ্ধের আতঙ্কে ভুগছেন, তাদের সবাইকে বলছি, জেনে রাখুন যে আমরা আপনার পাশে আছি এবং আমাদের দেশে আশ্রয়ের সন্ধানে আসা সমস্ত ইউক্রেনীয়কে স্বাগত জানাতে সহায়তা করব।’ ইউক্রেনীয়দের কাঁধে কাঁধ মিলিয়ে বক্তৃতার উপসংহারে বলেছেন, ‘ইউক্রেনীয়রা, বার্সেলোনা তোমাদের পাশে দাঁড়িয়েছে, আসুন যুদ্ধ বন্ধ করি!’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউক্রেনের পাশে বার্সেলোনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ