Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্সেলোনায় ফিরতে ‘চান’ মেসিও!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

দুই দশকেরও বেশি সময় বার্সেলোনায় কাটিয়ে গত মৌসুমের শুরুতে বার্সেলোনা ছেড়েছিলেন লিওনেল মেসি। যদিও ইচ্ছার বিরুদ্ধেই স্পেনের ক্লাবটি ছাড়তে হয়েছিল তাকে। লা লিগার আর্থিক কাঠামোর মারপ্যাঁচে পড়ে দল-বদল করে যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। কিন্তু নতুন ক্লাবে কি খুব একটা সুখে রয়েছেন মেসি? অন্তত গত মৌসুমে তার পরিসংখ্যান এমন কিছু বলে না। তাতে আবার কি বার্সেলোনায় ফিরতে চাইছেন আর্জেন্টাইন অধিনায়ক?
এ নিয়ে আলোচনা চলছে নিয়মিতই। মেসিকে আবার বার্সেলোনায় দেখা যাবে কি-না এ নিয়ে সমর্থকদের আগ্রহের শেষ নেই। বার্সেলোনার সাবেক তারকা লোবো কারাস্কো দাবি করেছেন আগামী মৌসুমেই বার্সেলোনায় ফিরবেন মেসি। স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতোর সঙ্গে আলাপকালে সাবেক এ ফরোয়ার্ড বলেন, ‘মেসি বার্সেলোনায় ফিরতে চান, কিন্তু এখনও তা হয়নি। কিছু জিনিসের ঘাটতি রয়েছে। এখন থেকে জানুয়ারির মধ্যেই আমরা জেনে যাব মেসি ফিরতে পারবে কি-না।’
বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ অবশ্য অনেকবারই মেসিকে ফেরানোর ইচ্ছার কথা জানিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, বার্সেলোনার প্রেসিডেন্ট হতে শুরু করে পরিচালকদের কাছেই মেসিকে ফেরানোর দাবি জানিয়েছেন জাভি। মেসি ফিরতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন লাপোর্তাও। মেসি প্রসঙ্গে এর আগে বলেছিলেন, ‘আমি বিশ্বাস করি না, বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে গিয়েছে। এবং আমি বিশ্বাস করি যে অধ্যায়টি এখনও খোলা আছে, এটা যে বন্ধ হয়নি এবং তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এটা করার সময় রয়েছে। এটা কীভাবে করতে হবে, যা ছিল তার চেয়ে অনেক বেশি জাঁকজমকপূর্ণ শেষ এখানে হতে পারে।’
এছাড়া রয়েছে পারিবারিক চাপও। প্যারিসে গিয়ে খাপ খাওয়াতে মেসির পরিবারের অবস্থাও সঙিন। মেসির স্ত্রী আন্তোনেল্লা রুকুজ্জো ও সন্তানরা প্যারিসের আবহাওয়ায় এখনও মানিয়ে নিতে পারেননি বলেই জানা গেছে। আর সন্তানদের রেখে আসা বন্ধুদের কারণে মেসির স্ত্রীও ফিরতে চাচ্ছেন বার্সেলোনায়। তবে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আছে ২০২৩ সাল পর্যন্ত। সেই মেয়াদ আরও এক বছর বৃদ্ধির সুযোগ আছে। আর সেটা এখনই কার্যকর করতে চায় পিএসজি। এ মৌসুমের শুরুতেই চেয়েছিল ক্লাবটি। তবে আপাতত এ আলোচনা থামিয়ে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ শেষে জানাবেন নিজের সিদ্ধান্ত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্সেলোনায় ফিরতে ‘চান’ মেসিও!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ