বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিমেন্টবোঝাই ট্রাক একটি ট্রাক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা বেইলি ব্রিজ পার হওয়ার সময় ভেঙে পড়ে চালক নিখোঁজ রয়েছেন। এতে ওই এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
জানা যায়, গাইবান্ধার বাদিয়াখালি-উদিয়াখালি-কালিরবাজার সড়কের থালুয়া বেইলি ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক পানিতে পড়ে গেছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের থালুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ ব্রিজটি ভেঙে পড়ায় ফুলছড়ি উপজেলার সঙ্গে কয়েকটি ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে৷
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এই বেইলি ব্রিজটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে ৷ ট্রাকে অতিরিক্ত সিমেন্ট নেয়ার ফলে বেইলি ব্রিজটি ভেঙে পড়েছে ৷ নিখোঁজ ট্রাকচালককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।