Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিমা আক্তার (৪২), নজরুল (৪০), আরমান (১৩) ও অপরজন অজ্ঞাত। 

পুলিশ জানায়, গত শনিবার রাত ১২টার দিকে আগারগাঁও তালতলা এলাকার একটি বাসায় আরমান (১৩) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৩ টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃত আরমান কুমিল্লা জেলার হোমনা উপজেলার মোবারক হোসেনের ছেলে। বর্তমানে পশ্চিম আগারগাঁও তালতলার একটি বাসায় পরিবারের সাথে থাকতো সে।
আরমানের বড় ভাই মো. হিরা জানান, আরমান তালতলা এলাকার একটি ওয়ার্কশপে কাজ করতো। বেশ কিছুদিন ধরে এলাকার কিছু বখাটে ছেলেদের সাথে চলাফেরা শুরু করে। এমনকি নেশা করতে শুরু করে। বিষয়টি জানতে পেরে বাবা রাতে আরমানকে বকাঝকা করে এবং চড় থাপ্পড় মারে। এই অভিমানে আরমান বাথরুমে ঢুকে গলায় ফাঁস দেয়। পরে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থা দেখে আরমানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
একই রাতে উত্তর কমলাপুরে ছয় তলা বাসার ছাদের পানির হাউস ভেঙে পাশের টিনসেড বাড়ির ওপর পড়লে এতে চাপা পড়ে রিমা আক্তার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। মৃত নারীর আত্মীয় সৈয়দা নাসিম আরা জানান, রিমার স্বামীর নাম আহসান উল্লাহ। তিন সন্তানের জননী তিনি। থাকেন উত্তর কমলাপুর ৫৯/৫ নম্বর বাসায়। শনিবার রাত ৮টায় নিজের বাসার অদূরেই বাবার বাসায় ছিলেন তিনি। এসময় পাশের ভবনের পানির হাউসটি ভেঙে টিনসেড বাড়ির ওপরে পড়ে। এতে ঘরের ভেতরেই চাপা পড়ে গুরুতর আহত হয় রিমা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এছাড়াও শনিবার রাত সোয়া ১০টার দিকে তেজগাঁও শাহীন কলেজের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নজরুল (৪০) নামের ভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলের থাকা দুইজনের মধ্যে একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা নজরুলকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার ওসি তদন্ত আবুল হাসান খন্দকার জানান, মহাখালী শাহীন কলেজ সংলগ্ন রাস্তায় ভ্যান চালক নজরুল তার ভ্যানে করে একটি ফার্নিচার নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়। নিহতের বাড়ি ময়মনসিংহ জেলায়। তিনি বর্তমানে বাড্ডা এলাকায় বসবাস করতেন।
এদিকে, গতকাল দুপুরে মিরপুর পল্লবী এ বøক ৮ নম্বর রোডের ২২ নম্বর বাসার সামনের ফুটপাত থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করা হয়। পল্লবী থানার এসআই বুলবুল আহমদ জানান, ওই নারীর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবে লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। গতকাল বিকেল পর্যন্ত তার পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ