Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিষ প্রয়োগে অসুস্থ রুশ নেতাকে জার্মানি নেয়া হয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ১২:৩৬ পিএম | আপডেট : ১২:৩৭ পিএম, ২২ আগস্ট, ২০২০

রাশিয়ার সাইবেরিয়ার একটি হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রুশ বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে চিকিৎসার জন্য জার্মানি নিয়ে যাওয়া হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাকে বহনকারী বিমানটি সাইবেরিয়ান শহর ওমস্কের বিমানবন্দর ত্যাগ করে। খবর এপি।
শান্তিপ্রতিষ্ঠায় কাজ করা এক জার্মান সংগঠন তাকে চিকিৎসার জন্য বার্লিনে নিয়ে যেতে সাহায্য করেছে। জার্মান সরকারের পক্ষ থেকেও তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। আর এ ব্যাপারে আপত্তি না করার ইঙ্গিত দিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক নাভালনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে একটি ফ্লাইটে করে টমস্ক থেকে মস্কো ফেরার সময়ে অসুস্থ হয়ে পড়েন। এর আগে বিমানবন্দরের ক্যাফেতে তিনি চা খেয়েছিলেন। তার মুখপাত্র কিরা ইয়ারমাশ জানিয়েছেন, তাকে চায়ের সঙ্গে মিশিয়ে বিষ প্রয়োগ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে বিমানটি জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্কে অবতরণ করা হয়। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। ওমস্ক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কৃত্রিম ফুসফুস ভেন্টিলেটরের সহায়তায় আলেক্সাই নাভালনি টিকে রয়েছেন বলে জানিয়েছেন ইয়ারমাশ।
এমন অবস্থায় নাভালনিকে চিকিৎসা দিতে তাকে বার্লিনের হাসপাতালে নিয়ে আসার কথা ভাবছে জার্মান এনজিও ‘সিনেমা ফর পিস’। এনজিওটির পরিচালক জাকা বিজিলজ জানান, ব্রাজিলের চ্যারিটে হাসপাতাল নাভালনিকে চিকিৎসা দিতে প্রস্তুতি নিয়েছে। গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় তিনি বলেন, ‘আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। আশা করছি কোমায় থাকা এ রোগীর জন্য পরিবহন পাঠানোর অনুমতিসহ তার চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র রাতের মধ্যেই পেয়ে যাব।’
জার্মানি ও ফ্রান্স জানিয়েছে তারা আন্তরিকভাবে এ চিকিৎসাকাজে সহযোগিতা দেবে। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা ম্যার্কেল এ ব্যাপারে বলেন, ‘চিকিৎসা সহায়তাসহ সব ধরনের সহযোগিতাই তিনি (নাভালনি) আমাদের কাছ থেকে পাবেন।’
পুতিনের এক মুখপাত্র বলেছেন, নাভালনিকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়লে ক্রেমলিন সেক্ষেত্রে সহযোগিতা করবে। বিরোধীদলীয় এ নেতার সুস্থতাও কামনা করেছেন তিনি।
সিনেমা ফর পিস ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনও রুশ অ্যাক্টিভিস্টকে সহযোগিতা করার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালেও তারা বিষপ্রয়োগের শিকার এক নেতাকে চিকিৎসা দিয়েছিল।
ক্রেমলিনবিরোধীদের ওপর বিষ প্রয়োগ কিংবা সন্দেহভাজন বিষ প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়ার ইতিহাস বেশ দীর্ঘ। ২০০৬ সালে আলেক্সান্ডার লিটভিনেনকোকে লন্ডনে চায়ের সঙ্গে পলোনিয়াম-২১০ মিশিয়ে হত্যা করা হয়। এছাড়া সাবেক ডাবল এজেন্ট সের্গেই স্ক্রাইপালকে ২০১৮ সালে ইংল্যান্ডের স্যালসব্যুরিতে নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়।
এসব ঘটনাসহ অন্য বিষ প্রয়োগের ঘটনাগুলোতে নিজেদের জড়িত থাকার অভিযোগ সবসময়ই প্রত্যাখ্যান করে আসছে ক্রেমলিন। এগুলোকে রুশবিরোধী উসকানি আখ্যা দিয়ে আসছে তারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রুশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ