মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের সঙ্গে এখন চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক বেশ খারাপ জায়গায়। গালওয়ান সীমান্তে ২ দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের পর একাধিক দ্বিপাক্ষিক স্তরে কথা হলেও শক্তি শানাচ্ছে দু’পক্ষই। এরইমধ্যে ১৭ আগস্ট এক বিশেষ ধরনের মারণ যুদ্ধাস্ত্র সামনে নিয়ে এল চীন। নতুন এ যুদ্ধাস্ত্রের নাম তিয়ানলেই-৫০০ বা স্কাই থান্ডার। শত্রু পক্ষের ক্ষেত্রে মারণ নতুন এ যুদ্ধাস্ত্র। এ অস্ত্র ব্যবহার করে নিমেষে বিপক্ষের এয়ারবেস ধ্বংস করে দিতে পারবে তারা। জেএস ও ডব্লিউ এজিএম ১৫৪এ ওয়েপন সিস্টেমের আদলে তৈরি হয়েছে এ স্কাই থান্ডার। এ যুদ্ধাস্ত্রের মুখ আপাতত মার্কিন মুলুকের নেভি বাহিনীর দিকে তাক করা রয়েছে। সূত্র : নিউজ১৮।
এ যুদ্ধাস্ত্র ব্যবহার করতে হলে একেবারে ওপর গিয়ে একের পর এক বোমা ফেলা যাবে এর থেকে। এতে এমন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যাতে নির্দিষ্ট লক্ষ্যে অটোমেটিকভাবেই বোমা নিক্ষেপ করা যাবে। লেসার ভিত্তিক ও জিপিএস ভিত্তিক ন্যাভিগেশন পদ্ধতিতে লক্ষ্যভেদ করবে বোমা। ৬০ কিলোমিটার অবধি পৌঁছে যাবে এই বোমা।
এই স্কাই থান্ডার এক নিমেষে ৬০০০ স্কোয়ার মিটার এলাকা সাফ করে দিতে পারে। মোট ২৪৯টি অস্ত্র বহন করতে সক্ষম এটি। সেই যুদ্ধাস্ত্রগুলির আকার হতে পারে এক একটি টেনিস বলের মতো। মোট ৫০০ কেজি ওজন বইতে পারে এ মারণাস্ত্রটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।