বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৩১ জুলাই টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনা স্থলে নেয়া হয়েছে ওই ঘটনায় অভিযুক্ত মূল তিন আসামি ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে।
শুক্রবার (২১আগষ্ট) দুপুরে মামলায় র্যাবের তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম এই তিন আসামিকে টেকনাফের বাহারছড়া শামলাপুর পুলিশ চেকপয়েন্টে মেজর সিনহার হত্যার ঘটনাস্থলে নিয়ে যান।
র্যাবের তদন্তদল ঘটনাস্থলে সামীদের নিয়ে এই পর্যন্ত পাওয়া তথ্যগুলো যাচাই বাছাই করছেন। আসামীদের এখন টেকনাফ বাহরছরা সিনহা হত্যার ঘটনাস্থলে আছেন র্যাবের তদন্ত টিম।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সিনহার বড় বোনের দায়ের করা মামলায় এই পর্যন্ত ১৩ জন আসামি গ্রেফতার হয়েছেন। তদন্তকারী সংস্থা র্যাবের আবেদনের প্রেক্ষিতে প্রত্যেক আসামীদের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ইতোমধ্যেই সাত জনের সাত দিন করে রিমান্ড শেষ হয়েছে। এখন ঘটনার মূল অভিযুক্ত আসামী বরখাস্ত ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে।
এই তিন আসামিকে গত ১৮ আগষ্ট থেকে কক্সবাজার কারাগার থেকে র্যাব তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।