Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিতে লিগ্যাল নোটিশ: সামাজিক মাধ্যমে ক্ষোভে তোলপাড়

আবদুল মোমিন | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২০, ৯:১৯ এএম | আপডেট : ১২:১২ পিএম, ২০ আগস্ট, ২০২০

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা’ চালুর দাবিতে লিগ্যাল নোটিশ দেয়ায় ক্ষোভে তোলপাড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাষ্ট্রধর্ম ইসলাম বহাল থাকার বিষয়টি ২০১৬ সালে আদালত রায় দেয়ার পরে একটি মীমাংসিত বিষয় নিয়ে আবারও লিগ্যাল নোটিশ করায় ক্ষোভে ফুসছে দেশের ধর্মপ্রাণ মানুষেরা। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে নেট দুনিয়ায়।

জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সাংবিধানিক ও মীমাংসিত বিষয় নিয়ে যারা বারবার উস্কানি দিচ্ছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জোর দাবি উঠেছে। এ ব্যাপারে বুধবার রাজধানীতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে ওই লিগ্যাল নোটিশ পাঠান ‘বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ’র পক্ষে অশোক কুমার সাহা।

ফয়সাল আমিন লিখেছেন, ‘‘বাংলাদেশের ইতিহাসে, কালেমা না পড়লে কাউকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? শুকর খাওয়ার জন্য কাউকে পিটিয়ে হত্যা কর হয়েছে? রাষ্ট্রীয়ভাবে ৫০০ বছরের ঐতিহ্যবাহী কোনো মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? উত্তরঃ না। ধর্মীয় সম্প্রীতির দিক দিয়ে প্রতিবেশী বর্বর দেশের(ভারত) তুলনায় হাজারগুনে শান্তির দেশ বাংলাদেশ। তারপরও কেন আমাদের ধর্ম "ইসলাম" নিয়ে তাদের এত চুলকানি? আসলে এরা এমন এক বর্বর জাতি, এরা যেখানেই থাকবে সেখানেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা বাধাবেই।’’

আজাদুর রহমান লিখেছেন, ‘‘এদেরকে অতিসত্বর আইনের আওতায় আনুন নাইলে অনেক ক্ষতি হয়ে যাবে। এরা চাচ্ছে এই ধরনের কিছু লিখে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। বিভেদ তৈরি করে দেওয়ার একটা ফন্দি। গন্ডগোল লাগানো একটা ফন্দি। উন্নয়নশীলকে উন্নয়নশীল না করার জন্য এটা একটা এদের একটা তাবিজ।’’

মোঃ মিলন লিখেছেন, ‘‘মনে হচ্ছে আর মুখবন্ধ করে থাকা হচ্ছেনা. হাত গুটিয়ে বসে থাকার দিন শেষ। ভারতের দালালদের এই দেশ থেকে বিতাড়িত
করতেই হবে। বাংলার মুসলমানদের কি এখনো ঘুম ভাঙ্গার সময় হয়নি কি?’’

আহমেদ সালেহ লিখেছেন, ‘‘এখন কেন পরিবর্তন করা হবে আগে কেন করা হল না। এই একটা চাল আওয়ামী লীগকে জাতির কাছে কালার করার জন্য। এই চাল সরকার এই পাদে পা দিলে জনগণ প্রতিবাদ করবে। চিন্তার বিষয় আছে আগে কেন এই প্রতিবাদ হল না। এই চালটা ঠান্ডা মাথার চাল। বিএনপি সময় কেন এই সব কথা উঠলো না।’’

রুমা লিখেছেন, ‘‘দেশীয় ইন্ডিয়ান রাজাকারের জয়জয়কার। এদের থামানো সম্ভব নয়। আর সংখ্যালঘু শব্দ ব্যবহার করে, সকল সরকারি প্রতিষ্ঠানের সব উচ্চ পদ দখল করে রেখেছে, এমন কোনও উপজেলা নেই যেখানে যে কোনও প্রশাসনিক সেক্টরে অন্তত পক্ষে একজন নেই। দাদা/দিদিরাই দেশ চালায়।’’

আফিফা তাসনিম লিখেছেন, ‘‘এটা নিয়ে মাথা ব্যাথা যাদের, যে সংবিধান থেকে ইসলামকে তুলে দিতে চান আশা করি তাদের বাংলাদেশ থেকে অন্য কোন দেশে চলে যাওয়াই ভালো। কারন এই দেশ যতদিন আছে ইসলাম থাকবে, থাকবেনা আপনাদের মত নাস্তিকরা।’’

রিপন আহমেদ লিখেছেন, ‘‘সাহস কতো নব্বই পারসেন্ট মুসলমানদের দেশে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে না তে কি হবে, সাহস পেলো কোথায় থেকে লিগাল নোটিশ দেওয়ার খুঁজে দেখা উচিত।’’



 

Show all comments
  • Amdr dash chole indiar kotay kiso korar nay ২০ আগস্ট, ২০২০, ৯:৫২ এএম says : 0
    Ok
    Total Reply(0) Reply
  • বি সিদ্দিকী ২০ আগস্ট, ২০২০, ১০:৩৩ এএম says : 0
    আমরা বাংলাদেশী মুসলমান।আমাদের মত এত অসাম্প্রদায়িক দেশ পৃথিবীতেখুব বেশী আছে জানা নেই। প্রায় প্রতিটি দেশে হয় জাত গত নয় ধর্মীয় বিবেদ রয়েছে। কিন্তু আমরা মুসলমানরা অন্য কোন ধর্মের লোককে এত টুকু হেয় করিনা। তাদের ধর্ম পালনে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করিনা। তাদের রথ যাত্রায় অনেক মুসলিম ছেলেদের দেখেছি রথের দড়ি ধরে টানতে। সাধারণ হিন্দু মুসলমানদের মধ্যে ধর্ম নিয়ে কোন দিন কোন কথা কাটাকাটির কোন ইতিহাস বাংলাদেশে নাই। কিন্তু ভারতের কিছু দালাল নিজেদের স্বার্থ হাসিলের জন্য হিন্দু মুসলিমকে মুখোমুখিদাড় করাতে চায়। দেশটাকে অস্থিতিশীল করে নিজেদের নাম প্রচার করাতে চায়। এরা হিন্দু-মুসলমান উভয়ের শত্রু। অশোক কুমার সাহা প্রিয়া সাহার মত আরেক দেশদ্রোহ। আর আরেক দেশদ্রোহী রাণা দাস নামক এক শয়তানের উকিল। এদেরকে দেশ থেকে বিতাড়িত করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণকরছ।
    Total Reply(0) Reply
  • Kamrul ২০ আগস্ট, ২০২০, ১১:০০ এএম says : 0
    অশোক,তোর এদেশে ভালো না লাগলে তুই তোর ভালো লাগা পাশের দেশে চলে যা। তোর মত ফাসাদ সৃষ্টিকারী তো এই বাংলায় থাকার অযোগ্য। তোর জন্যে পাশের দেশ তো নতুন আইন করে রেখেছে। শুখে থাকতে তোরে ভূতে কিলাইতেছে?
    Total Reply(0) Reply
  • Abul khayer ২০ আগস্ট, ২০২০, ১১:৫২ এএম says : 0
    ............র সব দোষ
    Total Reply(0) Reply
  • আবুল কাশেম ২০ আগস্ট, ২০২০, ৩:০৭ পিএম says : 0
    ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না
    Total Reply(0) Reply
  • রেজাউল হাসান ২০ আগস্ট, ২০২০, ৩:০৭ পিএম says : 0
    যারা দেশের শান্তি বিনষ্টে কাজ করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক
    Total Reply(0) Reply
  • Mahfuzul Hoque ২০ আগস্ট, ২০২০, ৪:১৩ পিএম says : 0
    রাষ্ট্র ইসলাম বাদ দিলে কোন ক্রমে তা সহ্য করা হবে না
    Total Reply(0) Reply
  • Aminur rahman ২০ আগস্ট, ২০২০, ৪:২০ পিএম says : 0
    যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম ভালো লাগে না তাদের এদেশে থাকার দরকার নেই।
    Total Reply(0) Reply
  • Arafat Rahaman ২০ আগস্ট, ২০২০, ৬:৩৭ পিএম says : 0
    যতদিন অন্তর থেকে আল্লাহকে ডাকবো, ততদিন এই দেশে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে ll ... টিভির ফকিন্নির পোলা দের কে বলছি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া রাষ্ট্রধর্ম ইসলাম নয়l তোদের কথা মেনে নিলাম, কিন্তু সেখানে কি কেউ নতুন করে আন্দোলন করতেছে রাষ্ট্রধর্ম ইসলাম করতে হবে?? বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, তোমরা কেন রাষ্ট্রধর্ম ইসলাম কি মুছে ফেলতে চাও? তাতে তোমাদের লাভ কি? রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারণে তোমাদের পূজা কি বন্ধ রয়েছে? তোমরা কি গির্জায় যাচ্ছো না? তোমরা বেপর্দা হয়ে ইটিভিতে খবর প্রচার করছো, কথা বলছো এবং দাড়ি টুপি ছাড়াই চলছেl কেউ কি তোমাদের কে মেরেছে? কেউ কি তোমাদেরকে বাধা দিয়েছে? তোমরা কেন ইসলামের পিছনে লেগে থাকো? এটাই তো তোমাদের প্রবলেমl মস্তিষ্ককে আগে মাসুম করো, দুনিয়াটাকে, ইসলামকে সহজ সরল মনে হবেl c
    Total Reply(0) Reply
  • এন ইসলাম ২০ আগস্ট, ২০২০, ১০:১৮ পিএম says : 0
    আপাততঃ নোটিশটি প্রত্যাহার করা হয়েছে ।
    Total Reply(0) Reply
  • মু.কেফায়েতুল্লাহ্ মাহ্বূবী ২১ আগস্ট, ২০২০, ৯:৪৭ এএম says : 0
    যাক "রাষ্ট্রধর্ম ইসলাম" বাদ দিয়ে "ধর্মনিরপেক্ষতার" কথা বলে শান্ত দেশকে আশান্ত করে মানুষের শান্তি বিনষ্ট করে ব্যাক্তিগত ফায়দা হাসিল করতে চাই, তাদের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি । তার পাশাপাশি এধরনের উস্কানি দিয়ে যারা মানুষের শান্তির পরিবেশ নষ্ট করে তাদের জন্য দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি । আল্লাহপাক সকলকে নেক ও এক হওয়ার তৌফিক দান করুন । আমীন ।
    Total Reply(0) Reply
  • মু.কেফায়েতুল্লাহ্ মাহ্বূবী ২১ আগস্ট, ২০২০, ৯:৪৭ এএম says : 0
    যাক "রাষ্ট্রধর্ম ইসলাম" বাদ দিয়ে "ধর্মনিরপেক্ষতার" কথা বলে শান্ত দেশকে আশান্ত করে মানুষের শান্তি বিনষ্ট করে ব্যাক্তিগত ফায়দা হাসিল করতে চাই, তাদের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি । তার পাশাপাশি এধরনের উস্কানি দিয়ে যারা মানুষের শান্তির পরিবেশ নষ্ট করে তাদের জন্য দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি । আল্লাহপাক সকলকে নেক ও এক হওয়ার তৌফিক দান করুন । আমীন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাষ্ট্রধর্ম ইসলাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ