পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সমরেন্দ্রনাথ গোস্বামী ২০১৫ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। ওই বছর সেপ্টেম্বরের সাত তারিখ হাইকোর্ট বিভাগ রিটটি খারিজ করে দেন। হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে সমরেন্দ্রনাথ গোস্বামী আপিল বিভাগে আবেদন করে। লিভ টু আপিল নং ৩৫৭৪/২০১৬। এ আবেদনের সাথে সংযুক্ত হয়ে বিশিষ্ট প্রকৌশলী ইঞ্জিনিয়ার শওকত হোসেনসহ দেশের বিশিষ্ট পাঁচজন নাগরিক সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখার পক্ষে পার্টি হন। তাদের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার নওশাদ জামির ও এডভোকেট আহসান আপিল বিভাগে আবেদন করেন। আজ এটি আপিল বিভাগের সিনিয়র বিচারপতি নুরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি দেব কৃষ্ণনাথ এর আপিল বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে অ্যাটর্নি জেনারেল এম এম আমিনুদ্দিন শুনানিতে অংশ নেয়ার কথা রয়েছে।
সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম সংযুক্ত থাকার বিষয়টি একটি মীমাংসিত বিষয়। সরকারের সর্বশেষ পঞ্চদশ সংশোধনীতে ইসলাম এর পাশাপাশি অন্যান্য ধর্মকেও স্বীকৃতি দেয়া হয়েছে। এ বিষয়ে ১৯৮৮ সালের আরেকটি রিট হাই কোর্ট খারিজ করে দিয়েছে। তারপরও বিষয়টি বারবার উত্থাপিত হওয়ায় সর্বমহলে উদ্বেগের বিষয় হয়ে দেখা দিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।