Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাজধানীর পল্লবী ও বনানী এলাকায় পৃথক ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। গতকাল সকালে মিরপুর পল্লবী ও দুপুরে বনানী এলাকায় ঘটনা দুটি ঘটে। 

নিহতরা হলেন- সাকিব ইসলাম (১২) ও আমিনুর রহমান (২০)। তাদের মধ্যে নিহত আমিনুরের বাড়ি রংপুরে। তিনি পেশায় রড মিস্ত্রি ছিলেন। আর সাকিব ইসলাম ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার দুধছড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। পরিবারের সঙ্গে মিরপুরের ওই বাসায় ভাড়া থাকতো এবং স্থানীয় রশিদ আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিলো।
সাকিবের বাবা হারুন জানান, গতকাল সকালে ঘুম থেকে উঠতে দেরি করছিলো সাকিব। এজন্য তাকে সমান্য বকাঝকা করেন তিনি। এ কারণে রাগ করে রুমের দরজা বন্ধ করে দিয়ে জানলার সঙ্গে মায়ের ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে জানলার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় দেখা হয়। তাৎক্ষণিকভাবে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহত আমিনুরের সহকর্মী আব্দুর রহিম জানান, বনানীতে একটি ভবন নির্মাণের জন্য মাটির নিচে পাইলিং করে কাজ করছিলেন তারা। গতকাল সকালে মাটির গর্ত থেকে লোহার মই ওপরে উঠানোর সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন আমিনুর। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশ দুটি ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ