বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে সরকারি ঘর পাইয়ে দেয়ার নামে উৎকোচ গ্রহণের দায়ে সুমন হাওলাদার (২৪) নামে এক উদ্যোক্তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোশারেফ হোসেন ওই আদালত পরিচালনা করেন।
সুমন দ.সোহাগদল গ্রামের মো. দুলাল হাওলাদারে ছেলে। সুমন সোহাগদল ইউনিয়নের ডিজিটাল সেন্টারের অতিরিক্ত উদ্যোক্তা হিসেবে কাজ করতো।
আদালত সুত্রে জানাগেছে, ওই দিন বিকেলে ফেরিঘাট এলাকায় একই গ্রামের নজরুল ইসলামের কাছ থেকে উৎকোচের টাকা গ্রহনের চেষ্টাকালে পুলিশ সুমনকে আটক করে। পরে পুলিশ আটককৃতকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের বিচারক ওই দন্ডাদেশ দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।