বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
জাতীয় সংসদের ৫ শূন্য আসন সিরাজগঞ্জ-১, পাবনা-৪, ঢাকা-৫ ও ঢাকা-১৮, নওগাঁ-৬র উপ-নির্বাচনে আজ মঙ্গলবার পর্যন্ত দুইদিনে ৪৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। গত সোমবার থেকে ফরম বিক্রি শুরু হয়েছে, চলবে ২৩ আগস্ট পর্যন্ত।
ঢাকা-৫ আসনের ফরম কিনেছেন, যাত্রবাড়ি থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না, ডেমরা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৭০ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক, এশিয়ান টিভির মালিক হারুন উর রশিদ, আওলাদ হোসেন, এম এ কাশেম, চৌধুরী সাইফুদ্দিন, নূর ইসলাম মোল্লা, কামাল উদ্দিন।
ঢাকা-১৮ আসনের ফরম কিনেছেন ১৬ জন। তারা হলেন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম তোফাজ্জল হোসেন, শিল্পোদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী খসরু চৌধুরী, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার, শাহজাহান আলী, মুজিবুর রহমান, ইয়াদ আলী ফকির, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মÐল, ঢাকা উত্তর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার বেলায়েত হোসেন মুকুল, ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লা, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ারুল ইসলাম চৌধুরী, মুমতাজুল করিম, সৈয়ত শামীম রেজা, মমতাজউদ্দিন মেহেদী, নাজমুল হক বাবু, এম এ রাজ্জাক খান।
নওগাঁ-৬ আসনের ফরম কিনেছেন, মরহুম এমপি ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আক্কাস আলী প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম বিপ্লব, শেখ মো. রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ নওশের আলী, নওগা জেলা যুবলীগের সভাপতি খোদাদাদ খান, সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান।
পাবনা-৪ আসনের ফরম কিনেছেন এ এস এম নজরুল ইসলাম, বশির আহম্মেদ, সৈয়দ আলী, মো. রবিউল আলম (বুদু), মিজানুর রহমান স্বপন, মাহজাবিন শিরিন পিয়া, আব্দুল আলিম, ড. মুসলিমা জাহান, নুরুজ্জামান বিশ্বাস, জালাল উদ্দিন, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল। সিরাজগঞ্জ-১ আসন থেকে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
এ আসনগুলোতে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন। মোহাম্মদ নাসিম, শামসুর রহমান শরিফ ডিলু, হাবিবুর রহমান, সাহারা খাতুন ও ইসরাফিল আলমের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।