বিএনপি নেতা সাজুর তত্ত্বাবধানে বিজয় দিবস র্যালিতে বিপুল নেতাকর্মীর অংশগ্রহন
ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দারুসসালাম থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি,জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি ও বিএনপির নেতাকর্মীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ৯টি বিভাগীয় সমাবেশ শেষে আগামী ১০ ডিসেম্বর ঢাকার বিভাগীয় গণসমাবেশ হওয়ার কথা থাকলেও সমাবেশের স্থান নিয়ে পুলিশ ও সরকারের সাথে টানাপোড়ন চলছে।এরই মধ্যে গত দুইদিন বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে গতকাল বিকালে নয়াপল্টনে পুলিশের বিএনপির নেতাকর্মীদের উপর আক্রমণ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।এসময় পুলিশ বিএনপির টিয়ারশেল,রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।এসময় বিএনপির এক কর্মী নিহত এবং শতাধিক কর্মী আহত হয়।সন্ধ্যায় পুলিশের একদল অফিসার বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,আব্দুস সালাম, আমানউল্লাহ আমান সহ পাঁচ শতাধিক নেতাকর্মী গ্রেফতার করে।এরপর থেকেই নাইটিংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুলিশ ব্যারিকেড দিয়ে আজ সারাদিন রাস্তা আটকে রাখে।
এরই মধ্যে আগামী ১০ তারিখ নয়াপল্টনে বিএনপির গণসমাবেশকে সফল করার লক্ষ্যে বিকাল ৫ ঘটিকায় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার ও নাসিরউদ্দিন নাসিরের নেতৃত্বে শতাধিক ছাত্রদল নেতাকর্মী ১০ তারিখের সমাবেশ সফল করার লক্ষ্যে নাইটিংগেল মোড় থেকে পল্টন মুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল রিয়াদ,সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ইব্রাহিম খলিল, সোহেল রানা,এস এম হলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহম্মেদ,রেদোয়ান জয়,সূর্যসেন হলের তানভীর হাসান,ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন,বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আল আমিন সহ কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করে।বিক্ষোভ মিছিল শেষে আক্তারুজ্জামান আক্তার এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন এই জনবিচ্ছিন্ন লুটেরা সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে রাষ্ট্রযন্ত্রকে সাধারণ জনগণের বিপরীতে দাড় করিয়ে সাধারণ জনগণের বাক স্বাধীনতা হরণ করছে।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা সাধারণ জনগণকে সাথে নিয়ে যেকোন প্রতিকূলতা মোকাবেলা করে আগামী ১০ ডিসেম্বর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গণমানুষের মুক্তির সমাবেশ সফল করবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।