Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গৃহহীনদের বাড়ি দেয়া হবে

আলোচনা সভায় মেয়র জাহাঙ্গীর

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২০, ১২:০০ এএম

গাজীপুর সিটি কপোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনে প্রতিটি ওয়ার্ডে গৃহহীনদের বিনামূল্যে বাড়ি নির্মাণ করে দেয়া হেেব। রাতে ঘুমানোর জন্য যাতে কোন গৃহহীনদের কষ্ট করতে না হয় সেজন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মেয়র বলেন, এ মাস থেকে এর কাজ শুরু হবে। তিনি আরো বলেন, প্রথম পর্যায়ে আড়াই লাখ টাকা ব্যয়ে আড়াইশ’ মতো সেমিপাকা ঘর নির্মাণ করা হবে।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল মান্নান আকন্দ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহহীন

২৬ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ