Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্নের ঘরে গৃহহীনরা

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৮, ১১:১৫ পিএম

‘বাংলাদেশে কোনো গৃহহীন মানুষ থাকবে না’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন অঙ্গীকারে সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে পরিচালিত যার জমি আছে ঘর নেই তার নিজ জমিতে গৃহনির্মাণ” প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে সর্বমোট ৫৪৯ জন হতদরিদ্র গৃহহীন পরিবারের মাথা গোজার ঠাঁই হয়েছে। সরকারি ব্যবস্থপনায় ৫ কোটি ৪৯ লক্ষ টাকা বরাদ্ধ পেয়ে ২০১৬-১৭ অর্থ বছরে ১৬৯ জন এবং ২০১৭-১৮ অর্থ বছরে ৩৮০ জনকে ঘর দেয়া হয়েছে। গৃহহীনদের বিনামূল্যে মেঝে পাকা সাড়ে ১৬ ফিট দৈর্ঘ্য, সাড়ে ১০ ফিট প্রস্থের টিনশেড ভিট পাকা ও ৫ ফুট চওড়া বারান্দাসহ একটি করে ঘর করে দেয়া হয়েছে। ঘরটিতে ১টি দরজা ও ৬টি জানালা রয়েছে। মোট ১৭টি আরসিসি খুঁটি দ্বারা খুব মজবুত করে তৈরি করা হয়েছে ঘরগুলো। পাশাপাশি ঘরের সঙ্গে একটি স্যানিটারি লেট্রিন নির্মাণ করে দেওয়া হয়েছে। সরকারিভাবে প্রতিটি ঘর ও স্যানিটারি লেট্রিন নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক লক্ষ টাকা। সরকারের প্রদত্ত সুবিধা পাওয়া গৃহহীনদের মধ্যে বিনামূল্যে মাথা গুজার ঠাঁই একটি করে ঘর ও স্যানিটারি লেট্রিন পেয়ে একটু হলেও নিজেদের দীর্ঘদিনের কষ্টের গ্লানি মুছে ফেলেছেন গৃহহীনরা। সম্প্রতি বদলি হয়ে যাওয়া উপজেলা নির্বাহী অফিসার রাশেদ হোসেন চৌধুরী নিজের তত্ত্বাবধানে এই ঘরগুলো তৈরি করে দেন। তিনি সবসময় ঘর নির্মাণে তদারকি করেন। যার কারণে সঠিক ভাবে ঘর পেয়েছেন বলে ঘর বরাদ্দ পাওয়া অনেকেই জানান।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, মজবুত করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে। সরকারিভাবে ঘর বরাদ্দ পাওয়া একাধিক গৃহহীন পরিবারের সদস্যরা কৃতজ্ঞতার সাথে বলেন, জীবনের শেষ সময়ে একটি পরিচ্ছন্ন পরিবেশের ঘর পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে অনেকটা শান্তিতে দিন কাটাচ্ছি। ইউএনও রাশেদ স্যার নিজে তদারকি করে সঠিকভাবে ঘরগুলো নির্মাণ করে দেওয়ায় আমরা ভাল মানের ঘর পেয়েছি। তারা আরও বলেন, দীর্ঘ দিনের স্বপ্নছিল একটি সুন্দর ঘর করার কিন্তু অভাব অনটনের জন্য তা আর সম্ভব হয় নাই। আজ আমাদের সেই স্বপ্নের ঘর নির্মাণ করে স্বপ্ন পূরণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ আমরা মহাখুশি, আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই। নব যোগদানকৃত ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী ্রনিজ জমিতে গৃহনির্মাণগ্ধ প্রকল্পের আওতায় ফুলপুর পৌরসভা ও ইউনিয়নে নির্মিত বেশ কয়েকটি ঘর সোমবার পরিদর্শন করেন।



 

Show all comments
  • মোস্তফা কামাল (ডালিম) ৩০ নভেম্বর, ২০১৯, ৯:২৬ পিএম says : 0
    আমি একজন গরিব অসহায় ব্যক্তি। আমার থাকার উপযোগী কোন ঘর নেই। আমার একটি ঘরের ব্যাবস্তা হইলে উপকৃত হইতাম।
    Total Reply(0) Reply
  • মোস্তফা কামাল (ডালিম) ৩০ নভেম্বর, ২০১৯, ৯:২৬ পিএম says : 0
    আমি একজন গরিব অসহায় ব্যক্তি। আমার থাকার উপযোগী কোন ঘর নেই। আমার একটি ঘরের ব্যাবস্তা হইলে উপকৃত হইতাম।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গৃহহীন

২৬ অক্টোবর, ২০১৮

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ