মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
লাইভস্ট্রিমিং থেকে অনলাইন শপিং, মহামারী পরবর্তী সময়ে ডিজিটাল হচ্ছে চীনের চাকরির বাজার।করোনাভাইরাসের কারণে ব্যবসায়ের ধরণ বদলে এটি এখন রুপ নেবে ই-কমার্স এবং লাইভস্ট্রিমিংয়ে। মহামারী পরবর্তী জীবনে এটিই এখন নতুন স্বাভাবিক। -সিএনবিসি
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ডিজিটাল অর্থনৈতিক খাতে পাল্টাচ্ছে চাকরির ধরণ। চীনের চাকরির বিজ্ঞাপন ও নিয়োগ সংক্রান্ত প্লাটফর্ম ‘কুইংটুয়ানশি’ বলছে, স্বল্পমাত্রার ভিডিও তৈরি, লাইভস্ট্রিম ব্রডকাস্টের মতো অনলাইন পার্ট-টাইম কাজ যা ঘরে থেকেই কাজ করা যায় এমন ধরণের চাকরির সংখ্যা বাড়ছে। বিশেষভাবে চাহিদা বেড়েছে ভিডিও কনটেন্ট মেকার ও প্রডিউসারের। ডিসেম্বরে চীনে করোনাভাইরাস ধরা পরার পর ফেব্রুয়ারিতে দেশটিতে বেকারত্বের হার দাঁড়ায় ৬.২ শতাংশে। জুলাইতে সেটি ৫.৭ শতাংশে নেমে এসে এখনো একই ধারার অবস্থান করছে।
চীনের জাতীয় সমীক্ষা ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেন, অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে চাকরির চাহিদা বাড়ছে, ঘরে থেকে বা অনলাইনে করা যায় এমন চাকরি খাতগুলো উন্মুক্ত হচ্ছে, যা বেকারত্বের হার স্থিতিশীল রাখতে সহায়তা করছে। স্মার্টফোন ও কম্পিউটার ভিত্তিক পণ্য ক্রয়-বিক্রয় ও সেবা ছাড়াও বেড়েছে অনলাইনে শিক্ষামূলক কোর্সের চাহিদা। চীনা বাবা-মায়েরা অনলাইন শিক্ষার ওপর জোর দিচ্ছেন। তবে অনলাইন সেলার, ই-কমার্স ও লাইভ-স্ট্রিম কতটা অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখবে তা এখনো অনিশ্চিত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।