মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
থাইল্যান্ডে রাজনীতি, সংবিধান ও রাজতন্ত্র সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। রাজধানী ব্যাংককে আজ রোববার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। -বিবিসি
থাইল্যান্ডে রাজতন্ত্র স্পর্শকাতর বিষয়, যার সমালোচনা করলে দীর্ঘ কারাভোগ করতে হয়। মিছিল খেকে বিপুল বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছেন, রোববারের বিক্ষোভ রাজতন্ত্র সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২৯ বছর বয়সী শিক্ষার্থী কুকিক বলেন, তারা বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সের লোকজন জমায়েত হয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন হন প্রধানমন্ত্রী প্রেয়ুথ চান-ওচা। এরপর থেকে এটা সরকারবিরোধী গণতন্ত্রপন্থিদের সব চেয়ে বড় বিক্ষোভ মিছিল। তাদের হাতে ব্যানার ছিলো। স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক বলে তারা স্লোগান দেন। তারা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি সাবেক সামরিক কর্মকর্তা।
গত বছর বিতর্কিত নির্বাচনে তিনি জয়ী হন। ব্যাংককে বিবিসির জনাথন বলেন, সাম্প্রতিক সময়ে রাজতন্ত্র নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। প্রায় ৬০০ পুলিশ কর্মকর্তা বিক্ষোভ পর্যবেক্ষণ করেছেন। তবে রাজতন্ত্রের পক্ষেও বিপুল মানুষ মিছিল করেছে। গত বছরের নির্বাচনে পরিবর্তনের আশা দেখেছিলেন তরুণরা। কিন্তু তাদের সেই আশা নিরাশায় পরিণত হয়েছে। কারণ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করছে। আর এ কারণেই বিজয়ী হয়েছেন প্রেয়ুথ। তিনি বলেন, বেশিরভাগ মানুষ বিক্ষোভকারীকে সমর্থন করে না। ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ করার নেপথ্যে রয়েছে ফিউচার ফরওয়ার্ড পার্টিকে নিষিদ্ধ করা। আদালত এটাকে নিষিদ্ধ করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।