Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামমন্দির ট্রাস্ট প্রধান করোনাক্রান্ত মোদির সঙ্গে ছিলেন মঞ্চে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

রামজন্মভ‚মি ট্রাস্ট প্রধানের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্টে পজিটিভ এসেছে। গত সপ্তাহে অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তরের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মঞ্চে দেখা গিয়েছিল তাকে। গত ৫ আগস্ট উত্তর প্রদেশের অযোধ্যায় জমকালো ওই আয়োজনে মঞ্চে থাকা পাঁচজনের একজন ছিলেন মহান্ত নৃত্যু গোপাল দাস। মন্দিরের এই ট্রাস্ট প্রধানের সঙ্গে আরও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গভর্নর আনন্দিবেন প্যাটেল ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ও বিজেপির আদর্শগত পরামর্শক মোহন ভগবৎ। অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগের দিন এক পুরোহিত প্রদীপ দাস ও ১৪ জন পুলিশ করোনায় আক্রান্ত হন। রামজন্মভ‚মি মুক্ত করতে ‘ভ‚মি পূজনে’ অংশ নিতে ২৯ বছর পর ওই রাজ্যে পা রাখেন মোদি। যে জমিটিতে রামমন্দির নির্মাণ করা হচ্ছে সেখানে থাকা ষোড়শ শতকের বাবরি মসজিদ ১৯৯২ সালে ভেঙে ফেলে উগ্র হিন্দুত্ববাদীরা। জমির মালিকানা নিয়ে কয়েক দশকের বিরোধ শেষে গত বছর ভারতের সুপ্রিম কোর্ট সেখানে রামমন্দির নির্মাণের অনুমতি দেয়। মসজিদ নির্মাণে মুসলমানদের অযোধ্যারই অন্য কোথাও জমি দিতে বলে আদালত। এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোদি

২৮ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ