Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাওর দুর্ঘটনায় নিহতদের পরিবারকে রিকশা ভ্যান বিতরণ

ময়মনসিংহ ব্যুারো | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ৯:৩১ পিএম

গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার দুর্ঘটনায় নিহতদের মধ্যে অসহায় ৩টি পরিবারকে রিকশা ভ্যান বিতরণ করেছে ইমপ্রæভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)। গতকাল দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার চরখরিচা ও কোনাপাড়া গ্রামের ৩টি পরিবারকে এসব ভ্যান গাড়ি বিতরণ করেন সংগঠনের প্রজেক্ট পরিচালক ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ইমরান হুসাইন হাবিবী।
উপকারভোগীরা হলেন- নৌকা ডুবিতে নিহত মাদরাসা শিক্ষক জহিরুল ইসলামের পরিবার, নিহত ছাত্র ও তার পিতা আবু ইসা ও নিহত শিক্ষক সাইফুল ইসলামের পরিবার। এ সময় উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আশরাফুজ্জামান পাহাড়পুরী, শাইখুল হাদিস মুফতি ইমরান হোসাইন কাসেমী, ইমরান হোসাইন হাবিবী, মুফতি জহিরুল ইসলাম সিরাজী, মুফতি মাহববুল্লাহ, মুফতি আমীর ইবনে আহমেদ, মাওলানা শরীফুর রহমান, মুফতি জহিরুল ইসলাম ফারুকী, মাওলানা আবু বক্কর, হযরত মাওলানা কামরুজ্জামান, মাওলানা ইসহাক, মাওলানা আবু বকর প্রমুখ।
জানা যায়, গত ৫ আগস্ট নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে ট্রলার দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। তাদের মধ্যে ১৬ জনের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ