Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার ভ্যাকসিনে পূর্ণ আস্থা, অপেক্ষায় ফিলিপাইন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০২০, ৬:২৪ পিএম

রাশিয়ার তৈরি ভ্যাকসিনের ট্রায়াল, সরবরাহ এবং অন্যান্য কাজে অংশ নিতে প্রস্তুত আছে ফিলিপাইন। মঙ্গলবার প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।

রাশিয়ার করোনা ভাইরাস ভ্যাকসিনে অগাধ আস্থা প্রেসিডেন্ট রদরিগো দুতার্তের। দেশের সব নাগরিককে ভরসা দিতে ভ্যাকসিন সবার আগে নিজে নিতেও প্রস্তুত তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা ভাষণে ফিলিপাইন্সের প্রেসিডেন্ট বলেন, ‘ভ্যাকসিন যখন আসবে, আমি প্রকাশ্যেই তা নেবো। গবেষণায় অংশ নিতে সমস্যার কিছু দেখি না আমি। (ভ্যাকসিন) আমার শরীরে কাজ করলে সবার শরীরেই কাজ করবে।’

দুতার্তে জানান, রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতার বিষয়ে তার পূ্র্ণ আস্থা রয়েছে এবং সেই আস্থার কথা তিনি পুতিনকে জানাবেন। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনকে আমি বলবো, কোভিডের বিরুদ্ধে যুদ্ধে আপনারা যে কাজ করেছেন তার প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে। আমি বিশ্বাস করি, আপনারা যে ভ্যাকসিন উৎপাদন করেছেন তা মানবজাতির জন্য খুব ভালো।’

দুতার্তে জানান, আগামী ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিন হাতে এসে যাবে বলে আশা করেন তিনি। ততদিনে ফিলিপাইন্স করোনামুক্ত হবে, শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন করতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় রাশিয়ার কাছ থেকে ফিলিপাইন বিনামূল্যে ভ্যাকসিন পাবে এমন ইঙ্গিতও দেন দুতার্তে, ‘তারা (রাশিয়া) আমাদের ভ্যাকসিন দিতে চায়। এজন্যে তারা টাকা দিতে বলেনি। আমার মনে হয়, প্রেসিডেন্ট পুতিন বিনা মূল্যেই আমাদের সহায়তা করতে চান।’

প্রসঙ্গত, ফিলিপাইনে এ পর্যন্ত এক লাখ ৩৯ লাখ ৫৩৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন, করোনায় এ পর্যন্ত মারা গেছেন মোট দুই হাজার ৩১২ জন। সূত্র: রয়টার্স, ডিপিএ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপাইন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ